Flipkart- এ ধামাকা অফার, প্রিমিয়াম iPhone 16 Pro মিলছে ৭১,০৫০ টাকায়
প্রিমিয়াম স্মার্টফোন iPhone 16 Pro মিলছে আসল দামের থেকে বেশ সস্তায়। Flipkart-এ রয়েছে এই অফার। এটির আসল দাম শুরু ১,১৯,৯০০ টাকা থেকে।
মাঝে মধ্যে ফোনের দাম লোভনীয় ছাড় পাওয়া যায় Flipkart-এ। এদিন এমনই এক অফার নিয়ে এসেছে ই-কমার্স সাইট। প্রিমিয়াম স্মার্টফোন iPhone 16 Pro আসল দামের থেকে বেশ সস্তায় তালিকাভুক্ত হয়েছে সাইটে। দেশে আইফোন ১৬ সিরিজের দাম শুরু ৭৯,৯০০ টাকা থেকে। তবে ফ্লিপকার্টে তার থেকে কম দামে কিনতে পারবেন। অফার চলাকালীন এটি ৭১,০৫০ টাকায় পাওয়া যাবে।
ভারতে, iPhone 16-এর দাম ৭৯,৯০০ টাকা, আর iPhone 16 Plus-এর দাম ৮৯,৯০০ টাকা। যারা প্রিমিয়াম বিকল্প খুঁজছেন তাদের জন্য, iPhone 16 Pro এবং Pro Max এর দাম পড়বে, যথাক্রমে - ১,১৯,৯০০ টাকা এবং ১,৪৪,৯০০ টাকা। তবে ভারতীয় গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় অফার হল, ফ্লিপকার্টের ট্রেড-ইন প্রোগ্রামে এটি বেশ কমে কেনা যাবে। iPhone মডেলগুলির জন্য পুরানো ডিভাইসগুলি বিনিময় করে ভালো ছাড় পেতে পারেন।
Apple iPhone 16 Pro Flipkart : অফার ও ছাড়
iPhone 16 Pro এর 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,১৯,৯০০ টাকা। টাইটানিয়াম ফিনিশ রয়েছে এই স্মার্টফোনে। তবে, Flipkart-এর ট্রেড-ইন প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকদের জন্য এই প্রিমিয়াম ডিভাইসটি আরও সস্তায় কেনার সুযোগ রয়েছে।
iPhone 14 Pro এক্সচেঞ্জ করে, ক্রেতারা ৪৮,৮৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। যার ফলে দাম দাঁড়াবে ৭১,০৫০ টাকা। সর্বশেষ অ্যাপল আইফোনে যারা আপগ্রেড হতে চাইছেন, তাদের জন্য এটি আকর্ষণীয় ডিল হতে পারে।
Apple iPhone 16 Pro : ফিচার
iPhone 16 Pro-এ রয়েছে 6.3-ইঞ্চি ডিসপ্লে। সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এই ১৬ সিরিজে সবথেকে বড় ডিসপ্লে রয়েছে প্রো ম্যাক্স মডেলে, ৬.৯ ইঞ্চি। প্রো সিরিজটি ব্ল্যাক টাইটানিয়াম, হোয়াইট টাইটানিয়াম, ন্যাচারাল টাইটানিয়াম এবং নতুন ডেজার্ট টাইটানিয়াম ফিনিশে উপলব্ধ।
ফোনে প্রসেসর রয়েছে উন্নত A18 প্রো চিপসেট। এতে দ্বিতীয় প্রজন্মের ৩ ন্যানো মিটার ট্রানজিস্টর রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে পাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম। iPhone 16 Pro সিরিজে একটি দ্বিতীয় প্রজন্মের কোয়াড-পিক্সেল সেন্সর সহ একটি নতুন ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা রয়েছে। এতে 4K120 ভিডিও রেকর্ড করা যাবে। অন্য দুটি ক্যামেরা হল ১২ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা।
প্রিমিয়াম স্মার্টফোন iPhone 16 Pro মিলছে আসল দামের থেকে বেশ সস্তায়। Flipkart-এ রয়েছে এই অফার। এটির আসল দাম শুরু ১,১৯,৯০০ টাকা থেকে।