iPhone 16 Pro সিরিজে থাকবে নতুন ব্যাক প্যানেল, পেরিস্কোপ ক্যামেরা সহ বাড়ছে জুমিং ক্ষমতা

আগামী সেপ্টেম্বরে আসবে iPhone 16 সিরিজ। অর্থাৎ এখনও অনেক মাসই দেরি আছে। তবে এর মধ্যেই এই সিরিজের বিভিন্ন ডিভাইসগুলি...
ANKITA 18 Jan 2024 11:38 AM IST

আগামী সেপ্টেম্বরে আসবে iPhone 16 সিরিজ। অর্থাৎ এখনও অনেক মাসই দেরি আছে। তবে এর মধ্যেই এই সিরিজের বিভিন্ন ডিভাইসগুলি সম্পর্কে নানারকম তথ্য সামনে আসছে। সম্প্রতি iPhone 16 সিরিজের iPhone 16 Pro ও iPhone 16 Pro Max ফোন দুটির বিল্ড কোয়ালিটি ও ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।

iPhone 16 Pro সিরিজ নিয়ে নতুন তথ্য ফাঁস

জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আজ মাইক্রো ব্লগিং সাইট উইবো প্ল্যাটফর্মে জানিয়েছেন যে, আইফোন ১৬ প্রো মডেলগুলি ১/১.১৪ ইঞ্চি প্রাইমারি ক্যামেরা ও পেরিস্কোপ টেলিফটো লেন্স। এরমধ্যে ম্যাক্স মডেলে বেশি জুম ক্ষমতা থাকবে।

টিপস্টার আরও বলেছেন যে, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো‌ ম্যাক্স মডেলে জি+পি সলিউশন সহ গ্লাস প্যানেল থাকবে। অর্থাৎ এতে গ্লাস ও প্লাস্টিক মিশ্রিত ব্যাক প্যানেল দেখা যাবে। উল্লেখ্য, চীনা ব্র্যান্ড হুয়াওয়ে-ও তাদের ফোনে এই প্রযুক্তি ব্যবহার করবে বলে খবর সামনে এসেছে।

এদিকে, কিছুদিন আগে iPhone 16 Pro ও iPhone 16 Pro Max এর রেন্ডার সামনে এসেছিল। জানা গেছে, এই দুই মডেলে ছোট ডায়নামিক আইল্যান্ড দেখা যাবে। তবে এগুলিতে বড় ডিসপ্লে থাকবে। পাশাপাশি ডিভাইস দুটি আপগ্রেড ক্যামেরা অফার করবে।

Show Full Article
Next Story