রাতেও উঠবে দিনের মতো পরিষ্কার ছবি, নতুন iPhone-র ক্যামেরায় আসছে বিশেষ ক্ষমতা
অ্যাপল (Apple)-এর বহু প্রতীক্ষিত iPhone 15 সিরিজ বাজারে আসতে আর খুব বেশি সময় বাকি নেই। শোনা যাচ্ছে যে, এই নতুন...অ্যাপল (Apple)-এর বহু প্রতীক্ষিত iPhone 15 সিরিজ বাজারে আসতে আর খুব বেশি সময় বাকি নেই। শোনা যাচ্ছে যে, এই নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিরগুলির ওপর থেকে আগামী ১২ সেপ্টেম্বর পর্দা সরানো হবে। তবে, প্রযুক্তির জগতে সবকিছুই খুব দ্রুততার সাথে চলে, তাই iPhone 15-এর লঞ্চের আগেই এর উত্তরসূরি মডেলগুলিকে নিয়ে বেশ কিছুদিন আগেই জল্পনা শুরু হয়ে গেছে। দাবি অনুসারে, অ্যাপল ইতিমধ্যেই iPhone 16-এ কাজ শুরু করেছে। আর এখন এক সুপরিচিত অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক iPhone 16 সিরিজের 'Pro' মডেলগুলিতে ব্যবহৃত নতুন ক্যামেরা প্রযুক্তির ওপর আলোকপাত করেছেন।
iPhone 16 Pro-এর ক্যামেরায় দেখা যাবে অত্যাধুনিক 'Stacked Design CIS' প্রযুক্তি
অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও আইফোন ১৬ প্রো-এর ক্যামেরা সম্পর্কে তোলপাড় করা তথ্য শেয়ার করেছেন। তার মতে, আগামী বছর লঞ্চ হতে চলা আইফোন সিরিজের প্রো মডেলে একটি নতুন ধরণের ক্যামেরা সেন্সর ব্যবহার করার পরিকল্পনা করছে অ্যাপল। এই সেন্সরটিকে "স্ট্যাকড ডিজাইন সিআইএস" (Stacked Design CIS) বলা হবে। সিআইএস হল এক ধরনের ইমেজ সেন্সর যা আলোর প্রতি দ্রুত এবং আরও সংবেদনশীল। ফলে এর সাহায্যে কম আলোতেও আরও ভাল ছবি তোলা সম্ভব হবে।
স্ট্যাকড ডিজাইন সিআইএস সামগ্রিকভাবে আরও উৎকৃষ্ট গুণমানের ভালো ছবি অফার করবে। যেহেতু এটি দ্রুত ডেটা প্রোসেস করতে পারে, তাই স্ট্যাকড ডিজাইন সিআইএস শার্প এবং আরও ডিটেইলস যুক্ত ছবি সক্ষম। যার অর্থ হল আইফোন ১৬ প্রো সিরিজের ফোনগুলিতে তোলা ফটোগুলি আরও স্বাভাবিক ও বাস্তব-সদৃশ দেখাবে৷
আবার, এর উন্নত লো-লাইট পারফরম্যান্স এবং ইমেজ কোয়ালিটি ছাড়াও, iPhone 16 Pro সিরিজে থাকা স্ট্যাকড ডিজাইন সিআইএস দ্রুত অটোফোকাস এবং আরও ভালো ভিডিও স্ট্যাবিলাইজেশন-এর মতো সুবিধা অফার করবে। এর ফলে CIS-এর নির্মাতা সনি (Sony)-কে ২০২৫ সাল পর্যন্ত চাহিদা বজায় রাখতে সত্যিই কঠোর পরিশ্রম করতে হবে।