দুর্দান্ত ক্যামেরা সহ পাবেন দ্রুত ও Wi-Fi স্পিড, iPhone 16 Pro ও iPhone 16 Pro Max কি কি অফার করবে দেখে নিন

Apple আগামী ১২ সেপ্টেম্বর iPhone 15 সিরিজ লঞ্চ করতে চলেছে বলে খবর। যদিও টেক জায়ান্টটি এখনও আসন্ন এই iPhone সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করেনি। তবে…

Apple আগামী ১২ সেপ্টেম্বর iPhone 15 সিরিজ লঞ্চ করতে চলেছে বলে খবর। যদিও টেক জায়ান্টটি এখনও আসন্ন এই iPhone সিরিজের লঞ্চের তারিখ নিশ্চিত করেনি। তবে তার মধ্যেই আগামী বছর আসতে চলা iPhone 16 নিয়ে তথ্য সামনে আসছে।

ম্যাকরিউমার এর নয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে লঞ্চ হতে চলা iPhone 16 Pro ও iPhone 16 Pro Max ফোনে ওয়াই-ফাই ৭ ও ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে।

iPhone 16 Pro ফোনে সাপোর্ট করবে Wi-Fi 7

জানিয়ে রাখি ওয়াই-ফাই ৭ চালিত ডিভাইস ২.৪ গিগাহার্টজ, ৫ গিগাহার্টজ, ৬ গিগাহার্টজ ব্যান্ডে একসঙ্গে ডেটা সেন্ড ও রিসিভ করতে পারে। এরফলে বলা যায়, আসন্ন iPhone 16 সিরিজ দ্রুত ওয়াই-ফাই স্পিড অফার করবে। আবার ল্যাটেন্সি কম থাকবে।

৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ আসছে iPhone 16 Pro

আসন্ন আইফোন ১৬ প্রো মডেলে ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, যা আরও লাইট ক্যাপচার করতে পারবে। উল্লেখ্য, আইফোন ১৪ প্রো মডেলেও ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এতে ‘পিক্সেল বিনিং’ প্রযুক্তি উপস্থিত, যা ছবির চারটি পিক্সেলকে একত্রিত করে একটি সুপার পিক্সেল তৈরি করে। আশা করা যায় নয়া আল্ট্রা ওয়াইড লেন্স এই প্রযুক্তিকে আরও উন্নত করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন