ঝাক্কাস ক্যামেরা সহ আসবে iPhone 16 Pro, আল্ট্রা ওয়াইড ক্যামেরার সাথে থাকবে Wi-Fi 7

গত মাসেই আত্মপ্রকাশ করেছে iPhone 15 সিরিজ। তবে নবাগত আইফোন মডেলগুলি বাজারে পা রাখার প্রায় সঙ্গে সঙ্গে আপকামিং Apple...
SUPARNA 13 Oct 2023 4:24 PM IST

গত মাসেই আত্মপ্রকাশ করেছে iPhone 15 সিরিজ। তবে নবাগত আইফোন মডেলগুলি বাজারে পা রাখার প্রায় সঙ্গে সঙ্গে আপকামিং Apple iPhone 16 লাইনআপের সম্ভাব্য ফিচার কিরকম হতে পারে সেই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গেছে। আজ হাইটং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের টেক বিশ্লেষক জেফ পু (Jeff Pu), ২০২৪ সালে আসন্ন iPhone 16 Pro মডেল কোন কোন ফিচার আপগ্রেডেশনের সাথে আসবে সেই তথ্য সামনে নিয়ে এসেছেন। জানা গেছে, আলোচ্য ডিভাইসে নতুন আল্ট্রা ওয়াইড রিয়ার শুটার এবং ওয়াই-ফাই ৭ ভার্সন সাপোর্ট করবে। চলুন আসন্ন আইফোন সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Apple iPhone 16 Pro নতুন আল্ট্রা ওয়াইড রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হতে পারে

অ্যাপলের সাপ্লাই চেইনের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জেফ পু একটি ইনভেস্টর্স নোট প্রকাশ্যে এনেছেন। নোট অনুসারে, অ্যাপল আগামী বছরে আসন্ন তাদের আইফোন ১৬ সিরিজকে আরও বড় অর্থাৎ ০.২-ইঞ্চি অধিক সাইজের ডিসপ্লে প্যানেলের সাথে লঞ্চ করতে পারে। জানিয়ে রাখি, আইফোন ১৫ লাইনআপের নন-প্রো মডেলগুলি ৬.১-ইঞ্চি এবং প্রো ভ্যারিয়েন্ট দ্বয়কে ৬.৭-ইঞ্চি ডিসপ্লের সাথে উপলব্ধ।

বিশ্লেষক আরো জানিয়েছেন যে, আইফোন ১৬ প্রো ১২ মেগাপিক্সেল টেট্রা-প্রিজম লেন্স এবং প্রো ম্যাক্স মডেল ৫এক্স জুমের সাথে আসবে। পাশাপাশি দাবি করা হচ্ছে যে, আপকামিং আইফোন ১৬ সিরিজের প্রো মডেলগুলি নতুন ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্সের সাথে লঞ্চ হবে। যদি এই খবর সত্যি হয়, তবে পূর্ববর্তী সিরিজে বিদ্যমান ১২-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সরের থেকে যথেষ্ট বড়সড় ক্যামেরা আপগ্রেড অফার করবে উত্তরসূরিগুলি।

জেফ পু -এর রিপোর্ট অনুসারে, iPhone 16 Pro লাইনআপ লেটেস্ট এ১৮ প্রো (A18 Pro) চিপসেট দ্বারা চালিত হবে, যার ফ্যাব্রিকেশন রেট ৩এনএম থাকবে এবং নতুন স্ন্যাপড্রাগন এক্স৭৫ (Snapdragon X75) মডেম সাপোর্ট করবে। এই মডেম ৫জি অ্যাডভান্সড স্ট্যান্ডার্ড সহ ৭.৫ জিবিপিএস পর্যন্ত ৫জি স্পিড অফার করবে। আর ডিভাইসগুলি ৮ জিবি র‌্যাম সহ আসতে পারে। এছাড়া কানেক্টিভির জন্য ওয়াই-ফাই ৭ ভার্সন উপলব্ধ হবে, যা ৪৬ জিবিপিএস পর্যন্ত ডেটা স্পিড দিতে সক্ষম।

ইনভেস্টর্স নোটে আরও উল্লেখ আছে যে, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ iPhone 16 -এ এ১৭ বায়োনিক (A17 Bionic) চিপসেট দেওয়া হবে। বেস মডেলগুলির র‍্যাম ক্যাপাসিটি ৬ জিবি থেকে বাড়িয়ে ৮ জিবি করে দেওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও ডিভাইসগুলির অন্যান্য স্পেসিফিকেশন পূর্বসূরির অনুরূপ থাকতে পারে। অর্থাৎ, আইফোন ১৬ এবং আইফোন ১৬ প্লাস - ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে। যদিও কানেক্টিভিটির ক্ষেত্রে ওয়াই-ফাই ৬ -এর পরিবর্তে ওয়াই-ফাই ৬ই স্ট্যান্ডার্ড অফার করা হতে পারে।

Show Full Article
Next Story