iPhone 16 কিনতে হুড়োহুড়ি ক্রেতাদের, স্টোরের সামনে লম্বা লাইন, দেখুন ভিডিও

ভারতে আইফোনের ক্রেজ বরাবরই আছে। ব্যতিক্রম হল না সদ্য লঞ্চ হওয়া iPhone 16 সিরিজের ক্ষেত্রেও। আজ অর্থাৎ ২০ সেপ্টেম্বর থেকে এই সিরিজের iPhone 16, iPhone…

Iphone 16 Sale Starts In India Buyers Waiting Outside Apple Store In Mumbai And Delhi

ভারতে আইফোনের ক্রেজ বরাবরই আছে। ব্যতিক্রম হল না সদ্য লঞ্চ হওয়া iPhone 16 সিরিজের ক্ষেত্রেও। আজ অর্থাৎ ২০ সেপ্টেম্বর থেকে এই সিরিজের iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, iPhone 16 Pro Max মডেলগুলির সেল শুরু হয়েছে। আর বেলা বাড়তেই অফলাইন রিটেল স্টোরগুলির সামনে ফোনগুলি কেনার মানুষের লম্বা লাইন দেখা গেছে‌। দেশের বিভিন্ন প্রান্তের এই চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানিয়ে রাখি, আইফোন ১৬ সিরিজ একাধিক আপগ্রেড ফিচার সহ এসেছে। যার মধ্যে অন্যতম অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার। এছাড়া এই সিরিজে এ১৮ এবং এ১৮ প্রো চিপসেট ব্যবহার করা হয়েছে, যা অ্যাপলের সবচেয়ে শক্তিশালী প্রসেসর। আবার আইফোন ১৬ সিরিজে ডেডিকেটেড ক্যামেরা কন্ট্রোল বাটন দেওয়া হয়েছে। এছাড়া ক্যামেরা মডিউলের ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে।

iPhone 15 কিনতে সকাল থেকেই অ্যাপল স্টোরের সামনে ভিড় জমিয়েছেন ক্রেতারা

সকাল থেকেই মুম্বাইয়ের বিকেসি এবং নয়াদিল্লির সাকেতের অফিসিয়াল অ্যাপল স্টোরের সামনে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন অনেকেই। উল্লেখ্য, লঞ্চের কয়েকদিন পর থেকেই অনলাইন ও অফলাইনে আইফোন ১৬ সিরিজের প্রি-বুকিং শুরু হয়েছিল। যারা ফোনগুলি প্রি-অর্ডার করেছিলেন তারা আজ থেকে ডিভাইসগুলি ডেলিভারি পেতে শুরু করেছেন।

আরও পড়ুন : iPhone 16 এর খাস ফিচার তৈরি করেছে এই ভারতীয় ইঞ্জিনিয়াররা

iPhone 16 সিরিজের Pro মডেলগুলি কম দামে লঞ্চ হয়েছে

এবছর আইফোন লাইনআপের প্রো মডেলগুলো পূর্বসূরিদের তুলনায় সস্তায় লঞ্চ হয়েছে। iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max আগের প্রো মডেলগুলির তুলনায় ১৫,০০০ টাকা কম দামে লঞ্চ হয়েছে। iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max এর দাম শুরু হয়েছে যথাক্রমে ১১৯,৯০০ টাকা এবং ১৪৪,৯০০ টাকা। ফলে প্রো মডেলগুলির বিক্রি বাড়বে বলে মনে করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন