স্মার্টফোনকে DSLR ক্যামেরার লেভেলে নিয়ে আসছে Apple iPhone 16, কীভাবে দেখুন

Apple iPhone 16 সিরিজ সম্পর্কে নানা তথ্য বিগত কয়েকমাস ধরেই ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। অ্যাপলের পরবর্তী প্রজন্মের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি এবছরের সেপ্টেম্বর মাস নাগাদ গ্লোবাল মার্কেটে…

Apple iPhone 16 সিরিজ সম্পর্কে নানা তথ্য বিগত কয়েকমাস ধরেই ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে। অ্যাপলের পরবর্তী প্রজন্মের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি এবছরের সেপ্টেম্বর মাস নাগাদ গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই অনেকগুলি রিপোর্টে দাবি করা হয়েছে যে, iPhone 16 সিরিজে একটি ডেডিকেটেড ক্যাপচার বাটন রাখবে অ্যাপল, যা ক্যামেরার শাটারের মতো কাজ করবে। আর এখন, এক টিপস্টার আসন্ন আইফোন মডেলগুলির ক্যাপচার বাটন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন৷ আসুন এগুলি দেখে নেওয়া যাক।

iPhone 16-এ থাকতে পারে DSLR-এর মতো ক্যাপচার বাটন

ইন্সট্যান্ট ডিজিটাল ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট)-তে দাবি করেছেন যে, আইফোন ১৬-এর ক্যাপচার বাটন একাধিক স্তরের প্রেসার বা চাপ শনাক্ত করতে সক্ষম হবে। এটি ডিজিটাল ক্যামেরার টু-স্টেপ বাটনের মতো। এর প্রধান কাজ হবে একটি ছবি বা ভিডিও ক্যাপচার ট্রিগার করা। আবার, একটি হালকা বা হাফওয়ে প্রেস ইউজারকে লক করতে এবং ফোকাস অ্যাডজাস্ট করতে সক্ষম করবে। সাবজেক্টের ওপর ফোকাস লক করার জন্য ডিসপ্লেতে আঙুল দিয়ে ট্যাপ করার বদলে এটি দুর্দান্ত সুবিধা অফার করবে, যার ফলে ছবির অস্পষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আরও শোনা গেছে যে, ক্যাপচার বাটনটি জুম ইন এবং জুম আউট ফাংশনও সাপোর্ট করতে পারে।

জানিয়ে রাখি, কিছু সনি এক্সপেরিয়া ফোনে ইতিমধ্যেই টু-স্টেপের শাটার বাটন দেখা যায়। ডেডিকেটেড ক্যাপচার বাটন ইউজারদের আইফোনে দ্রুত ছবি তুলতে সক্ষম করবে। বর্তমান প্রজন্মের আইফোন ১৫ প্রো মডেলের অ্যাকশন বাটনটি শুধুমাত্র ক্যামেরা অ্যাপ চালু করার জন্য প্রোগ্রাম করা যায়। ফলে নতুন বাটনটি আরও অনেক ফাংশন যুক্ত করতে চলেছে।

এছাড়াও, ইন্সট্যান্ট ডিজিটাল জানিয়েছে যে Apple iPhone 16 সিরিজের ফোনে ক্যাপচার বাটন যুক্ত করা পরবর্তী প্রজন্মের ডিভাইসগুলিতে ফটোগ্রাফির ওপর কোম্পানির মনোযোগী হওয়ার দিকটি নির্দেশ করে। এটি প্রোফেশনাল ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের জন্য একটি উপকারী ও কার্যকরী সংযোজন হতে পারে। ক্যাপচার বাটনটি সমস্ত iPhone 16 মডেলেই থাকবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে iPhone 16 Pro-এর প্রাথমিক রেন্ডারগুলি ফোনের ফ্রেমের নীচের ডানদিকে ডেডিকেটেড বাটনটি প্রদর্শন করেছে।