চার্জিং স্পিড থেকে র‍্যাম, সবকিছুই বেড়েছে iPhone 16 সিরিজে

চলতি সপ্তাহেই অ্যাপল iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, এবং iPhone 16 Pro Max সমন্বিত iPhone 16 লাইনআপটি বাজারে এনেছে। চায়না কোয়ালিটি সার্টিফিকেশন…

Iphone 16 Series Offers 45W Fast Charging 8Gb Ram

চলতি সপ্তাহেই অ্যাপল iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, এবং iPhone 16 Pro Max সমন্বিত iPhone 16 লাইনআপটি বাজারে এনেছে। চায়না কোয়ালিটি সার্টিফিকেশন সেন্টার থেকে সার্টিফিকেশনের ভিত্তিতে এই সিরিজের সবকটি মডেলে ৪৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করার ক্ষমতা থাকবে। এটি iPhone 15 সিরিজের তুলনায় 50% বুস্টকে চিহ্নিত করবে। এখানে বিস্তারিত আছে.

iPhone 16 সিরিজের ফাস্ট চার্জিং সাপোর্ট

এক্স-এর একজন ইউজার জানিয়েছেন যে আইফোন ১৬ সিরিজের মডেলগুলি ৫-১৫ ভোল্ট এবং ৩ এএমপিএস (amps)-এ পরীক্ষা করা হয়, যার পরিমাণ ৪৫ ওয়াট পাওয়ার। তুলনায়, আইফোন ১৫ সিরিজ সর্বোচ্চ ২৯ ওয়াট ফাস্ট চার্জিং অফার করে।

এখানে লক্ষণীয় যে, লঞ্চের সময় অ্যাপল ওয়্যার্ড ফাস্ট চার্জিংয়ের বিষয়ে নীরব ছিল। এটা অস্বাভাবিক নয়, কারণ সংস্থাটি সাধারণত এবিষয়ে আলোচনা থেকে বিরত থাকে। আসলে, অ্যাপলের আইফোনের ব্যাটারির ক্ষমতা প্রকাশ না করার ইতিহাস রয়েছে, তাই এই বাদ দেওয়া খুব একটা অপ্রত্যাশিত নয়। এটি ইঙ্গিত করে যে ফাস্ট চার্জিংয়ের আপগ্রেড হল আইফোন ১৬ সিরিজের শুধুমাত্র একটি চমক, লাইনআপটির বিষয়ে আরও আকর্ষণীয় তথ্য খুব শীঘ্রই সামনে আসবে।

আরও পড়ুন : iPhone 16 ম্লান হয়ে যাবে? 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে দুর্ধর্ষ ফোন আনছে Samsung

iPhone 16 সিরিজে ৮ জিবি র‍্যাম মিলবে

ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ব্যাটারির ক্ষমতার মতোই, অ্যাপলের র‌্যাম স্পেসিফিকেশনও প্রাথমিকভাবে প্রকাশ করে না। তবে ইতিমধ্যেই এই বিষয়ে কিছু তথ্য সামনে এসেছে। আইএসডাব্লিউআপডেটসের সহযোগিতায় ম্যাকরিউমার্সের একটি নতুন রিপোর্ট প্রকাশ করেছে যে Apple iPhone 16 সিরিজ 8 জিবি র‍্যাম অফার করবে৷

iPhone 16 Pro সিরিজের নূন্যতম র‍্যাম ক্ষমতা iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max মডেলের মতোই থাকবে। তবে স্ট্যান্ডার্ড iPhone 16 মডেল—iPhone 16 এবং iPhone 16 Plus ফোনগুলি iPhone 15 এবং iPhone 15 Plus মডেলের তুলনায় 2 জিবি আপগ্রেড পেয়েছে।

আরও পড়ুন : Apple-এর চিন্তা বাড়ল, iPhone 16 সিরিজকে টেক্কা দিতে 14 অক্টোবর আসছে Vivo X200

আপগ্রেডটি মূলত অ্যাপল ইন্টেলিজেন্স ফিচারগুলি যাতে ঠিকভাবে চলতে পারে তার জন্য করা হয়েছে, যার জন্য ন্যূনতম 8 জিবি র‍্যাম প্রয়োজন৷ লেটেস্ট iPhone 16 সিরিজটির প্রি-বুকিং চলছে এবং আগামী 20 সেপ্টেম্বর থেকে এটি বিক্রির জন্য উপলব্ধ হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন