ভারতের অফলাইন Apple স্টোরে চলে এল iPhone 16 সিরিজ, দাম সহ কীভাবে অর্ডার করবেন দেখে নিন
ভারত-সহ সারা বিশ্বে গতকাল লঞ্চ হয়েছে iPhone 16 সিরিজ। এই সিরিজের অধীনে চারটি মডেল এসেছে- আইফোন 16, আইফোন 16 প্লাস,...ভারত-সহ সারা বিশ্বে গতকাল লঞ্চ হয়েছে iPhone 16 সিরিজ। এই সিরিজের অধীনে চারটি মডেল এসেছে- আইফোন 16, আইফোন 16 প্লাস, আইফোন 16 প্রো এবং আইফোন 16 প্রো ম্যাক্স। গত বছর অর্থাৎ 2023 সালে, Apple ভারতের দিল্লি এবং মুম্বাইয়ে তাদের দুটি রিটেল স্টোর খুলেছিল। অনলাইন স্টোরের পরিবর্তে যেসব ক্রেতারা অফলাইনে অ্যাপল প্রোডাক্ট কিনতে চান তাদের জন্য এই স্টোর খোলা হয়েছিল। দিল্লি এবং মুম্বাইয়ের এই অফলাইন স্টোর থেকে শীঘ্রই নতুন iPhone 13 সিরিজ প্রি-বুকিং করা যাবে।
iPhone 16 সিরিজের ভারতে দাম এবং প্রাপ্যতা
ভারতে iPhone 16 এর দাম শুরু হচ্ছে 79,900 টাকা থেকে এবং iPhone 16 Plus কিনতে খরচ করতে হবে কমপক্ষে 89,900 টাকা। এদিকে iPhone 16 Pro মডেলের 128 জিবি মডেলের দাম 1,19,900 টাকা রাখা হয়েছে এবং iPhone 16 Pro Max এর 256 জিবি ভ্যারিয়েন্টের দাম 1,44,900 টাকা রাখা হয়েছে।
নতুন iPhone 16 সিরিজের ফোনগুলি 20 সেপ্টেম্বর থেকে অনলাইন এবং অফলাইন অ্যাপল স্টোরের মাধ্যমে কেনা যাবে। আগ্রহী ক্রেতারা দিল্লি এবং মুম্বাইয়ের রিটেল স্টোর থেকেও নতুন আইফোন সিরিজ কিনতে পারবেন।
আরও পড়ুন : কম বাজেটে সেরা স্মার্টফোন হাজির, ধামাকা করতে খুব সস্তায় লঞ্চ হল Tecno Spark 30C
এছাড়া এখন যদি আপনি নতুন আইফোন 16 সিরিজের পছন্দের মডেল প্রি-অর্ডার করতে চান তাহলে কীভাবে করবেন আসুন জেনে নেওয়া যাক।
কীভাবে ভারতে আইফোন 16 সিরিজ প্রি-অর্ডার করবেন
আইফোন 16 সিরিজের ফোন প্রি-অর্ডার করতে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট বা অফলাইন স্টোরে যেতে হবে। 13 সেপ্টেম্বর থেকে প্রি-বুকিং শুরু হবে। এরপর ক্রেতারা তাদের পছন্দের iPhone 16 মডেলটি বুক করতে পারবেন।
আরও পড়ুন : Honda Activa Electric: অপেক্ষার অবসান, বাজার কাঁপাতে আসছে অ্যাক্টিভা ইলেকট্রিক