iOS 18 আপডেট করতেই হু হু করে কমছে চার্জ, সমস্যার মুখে আইফোন 16 ইউজাররা

আইফোন ইউজারদের জন্য চলে এসেছে নতুন আপডেট iOS18। কিন্তু সেটি ইন্সটল করতেই হু হু করে কমতে শুরু করেছে চার্জ। অভিযোগ জানিয়েছেন আইফোন ১৬ ইউজাররা।

Suvrodeep Chakraborty 3 Dec 2024 12:21 PM IST

উন্নত ব্যাটারি লাইফের প্রতিশ্রুতি দিলেও তা কতটা রাখতে পেরেছে Apple, তা নিয়ে উঠছে সংশয়। সম্প্রতি এসেছে নতুন iOS18 সফটওয়্যার আপডেট। ইউজারদের অভিযোগ, এটি ইনস্টিল করতে অপ্রত্যাশিত ব্যাটারি-ড্রেনিং সমস্যার মুখে পড়েছেন তারা। সোশ্যাল প্ল্যাটফর্ম Reddit-এ এই অভিযোগ জানিয়েছেন অনেকেই। অনলাইন ফোরামগুলিতে iPhone 16 এর ব্যাটারি সংক্রান্ত সমস্যা নিয়ে চর্চা শুরু হয়েছে।

আইফোনে ব্যাটারির সমস্যা

iOS18 আপডেট করার পর থেকেই ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে বলে অভিযোগ উঠেছে অনলাইন ফোরামে। জানা গিয়েছে, এই সমস্যাগুলি প্রাথমিকভাবে সফটওয়্যারের বিটা ভার্সনেও লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু সফটওয়্যারটির স্টেবল ভার্সন প্রকাশের পরেও সেই সমস্যা অব্যাহত রয়েছে৷

কম ব্যবহারেও দ্রুত চার্জ কমছে

ইউজারদের অভিযোগ, তাদের ডিভাইসগুলিতে অস্বাভাবিকভাবে চার্জ কমছে। এমনকী কম ব্যবহার করলেও একই হারে চার্জ কমতে থাকছে। একজন ইউজার লিখেছেন, ৪৫ মিনিটেরও কম স্ক্রিন টাইম-সহ ২.৫ ঘণ্টা গান শুনেছেন এবং তার ব্যাটারি ৬৪ শতাংশে নেমে গেছে। অন্য এক ইউজারের দাবি, একই ব্যবহারে আইফোন ১৪-এর ব্যাটারি যেখানে ৭৮ শতাংশ রয়েছে, সেখানে আইফোন ১৬-তে কমে দাঁড়িয়েছে ৪৫ শতাংশ।

যদিও এই সমস্যার মুখে সমস্ত আইফোন ১৬ ইউজাররা পড়েননি। কিছু ইউজার এই দাবি করেছেন। অ্যাপল জানিয়েছে, নতুন iOS18 আপডেটে কী কী ভুল বা ত্রুটি রয়েছে চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যে চলে এসেছে iOS18.1 এর আংশিক আপডেট। পরবর্তী সফটওয়্যার আপডেটে ব্যাটারি ড্রেনিং সমস্যা ঠিক হবে বলে জানিয়েছে সংস্থা।

Show Full Article
Next Story