iPhone 16 vs iPhone 15: দামের পার্থক্য দশ হাজার টাকা, আইফোন 16 থেকে আইফোন 15 কতটা আলাদা দেখুন

গতকাল রাতে ভারতে লঞ্চ হয়েছে Apple iPhone 16। এটি iPhone 15 এর উত্তরসূরি হিসেবে এসেছে। নয়া মডেলে বেশকিছু আপগ্রেড দেখা যাবে। আর iPhone 16 ও…

iphone 16 vs iphone 15 price in india specifications camera battery comparison difference

গতকাল রাতে ভারতে লঞ্চ হয়েছে Apple iPhone 16। এটি iPhone 15 এর উত্তরসূরি হিসেবে এসেছে। নয়া মডেলে বেশকিছু আপগ্রেড দেখা যাবে। আর iPhone 16 ও iPhone 15 ফোন দুটির মধ্যে দামের পার্থক্য 10 হাজার টাকা। তাই আপগ্রেড ফিচার সহ আসা iPhone 16 নাকি সস্তা iPhone 15 কেনা লাভজনক হবে সেটা নিয়ে প্রশ্ন থাকবে। তবে এই এই প্রতিবেদনে আমরা এদের মধ্যে পার্থক্যগুলি তুলে ধরবো। ফলে আপনি বুঝতে পারবেন কোন iPhone 16 vs iPhone 15 এর মধ্যে লড়াইয়ে কে এগিয়ে।

iPhone 16 vs iPhone 15 : ডিজাইন এবং ডিসপ্লে

আইফোন 16 এর ডিসপ্লে সাইজ আইফোন 15 এর মতোই। দুটি মডেলেই 6.1-ইঞ্চি ডিসপ্লে পাওয়া যায়। ডিজাইনের কথা বললে iPhone 16 সিরিজে নতুন পিল আকৃতির ব্যাক ক্যামেরা দেখা যাবে। নয়া মডেলের বেজেলগুলি আগের চেয়ে কিছুটা কমানো হয়েছে, তবে প্রো মডেলের মতো নয়।

iPhone 16 vs iPhone 15 : অ্যাকশন বাটন

আইফোন 15 ও আইফোন 16 কে আলাদা করেছে অ্যাকশন বাটন। নয়া মডেলে অ্যাকশন বাটন দেওয়া হয়েছে। এছাড়াও পাওয়া যাবে নতুন ক্যামেরা কন্ট্রোল বাটন। এটি ফটো এবং ভিডিও শুট করার সময় ফোকাস করতে সাহায্য করবে। সব মিলিয়ে ভালো ছবি তোলা সহজ হবে। তবে আইফোন 15 ও আইফোন 16 এর পরিমাপে ও ওজনে কোনো পরিবর্তন আনা হয়নি। এগুলিতে ইউএসবি-সি পোর্ট এবং আইপি68 রেটিং পাওয়া যাবে।

আরও পড়ুন: iPhone 16, iPhone 16 Plus নতুন ক্যামেরা ডিজাইন সহ লঞ্চ হল, রয়েছে DSLR এর মতো বাটন, দাম কত

iPhone 16 vs iPhone 15 : এটাই সবচেয়ে বড় পরিবর্তন

আইফোন 15 ও আইফোন 16 এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য আছে প্রসেসরে। নতুন আইফোনে Apple A18 চিপ ব্যবহার করা হয়েছে। এটি দ্বিতীয় প্রজন্মের 3nm প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। যেখানে আইফোন 15-এ রয়েছে A16 বায়োনিক চিপ। নতুন অ্যাপল A18 চিপসেটে এআই ফিচার সাপোর্ট করবে, যা আইফোন 15-এ পাওয়া যাবে না। ফলে এআই ফিচার ব্যবহার করতে চাইলে নতুন আইফোন 16 কিনতে হবে। আবার আইফোন 16 মডেলে 8 জিবি র‌্যাম আছে, যেখানে আইফোন 15 স্মার্টফোনটি 6 জিবি র‌্যাম সহ এসেছে।

iPhone 16 vs iPhone 15: ক্যামেরা

iPhone 16-এ দেওয়া হয়েছে নতুন ফিজিক্যাল ক্যামেরা কন্ট্রোল। তবে iPhone 15-এর মতোই রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। দ্বিতীয় ক্যামেরা দিয়ে ম্যাক্রো শট নেওয়া যাবে। যদিও এআই সাপোর্টের কারণে iPhone 16 মডেলে একাধিক ফটো এডিটিং ফিচার পাওয়া যাবে।

আরও পড়ুন: iPhone 16 Pro, iPhone 16 Pro Max সবচেয়ে পাতলা বেজেল সহ লঞ্চ হল, দাম কত দেখুন

iPhone 16 vs iPhone 15: ব্যাটারি

অ্যাপলের মতে, iPhone 16 ফোনটি 22 ঘণ্টা ভিডিও প্লেব্যাক অফার করে, যা আইফোন 15-এ 20 ঘণ্টা পাওয়া যায়। অর্থাৎ ব্যাটারি লাইফ 10 শতাংশ বাড়বে। রিপোর্ট অনুসারে, iPhone 16 মডেলে 3561mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যেখানে iPhone 15 মডেলে আছে 3349mAh ব্যাটারি।

iPhone 16 vs iPhone 15: দাম

ভারতে iPhone 16 এর দাম শুরু হয়েছে 79,900 টাকা থেকে। যেখানে iPhone 15 এর বেস মডেলের দাম এখন 69,900 টাকা। দুটি মডেলেই 128 জিবি স্টোরেজ পাওয়া যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন