সুখবর, সস্তা iPhone 17 ও iPhone 17 Air আসবে 120Hz LTPO ডিসপ্লের সাথে

সম্প্রতি লঞ্চ হয়েছে iPhone 16 সিরিজ। এই সিরিজের বেস মডেলগুলি ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ লঞ্চ হয়েছে। তবে iPhone 17 সিরিজে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের…

Iphone 17 Iphone 17 Air To Come With 120Hz Ltpo Displays

সম্প্রতি লঞ্চ হয়েছে iPhone 16 সিরিজ। এই সিরিজের বেস মডেলগুলি ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ লঞ্চ হয়েছে। তবে iPhone 17 সিরিজে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে বলে দাবি করেছেন টিপস্টার রস ইয়াং (Ross Young)। তিনি বলেছেন এই সিরিজের iPhone 17 ও iPhone 17 Air মডেল প্রো মডেলের মতো ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ আসবে।

iPhone 17 সিরিজের সমস্ত মডেলে থাকবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে

জানিয়ে রাখি, আইফোন ১৬ সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে আছে। আর প্রো মডেলগুলি এসেছে ১২০ হার্টজ প্রোমোশন ডিসপ্লের সাথে, যেখানে প্রয়োজন অনুসারে ডিসপ্লের রিফ্রেশ রেট ১-১২০ হার্টজ পর্যন্ত বাড়ানো কমানো যায়।

তবে টিপস্টার বলেছেন, আইফোন ১৭ সিরিজের দুটি মডেল অর্থাৎ আইফোন ১৭ ও আইফোন ১৭ এয়ার এলটিপিও ওএলইডি ডিসপ্লের সাথে লঞ্চ হবে। আর এই দুই মডেলে থাকবে চিনের জনপ্রিয় ডিসপ্লে ম্যানুফ্যাকচারার, BOE এর ডিসপ্লে।

ডিসপ্লে ছাড়াও আইফোন ১৭ সিরিজে আরও একটি পরিবর্তন দেখা যাবে বলে জানা গেছে। ভালো পারফর্ম না করা প্লাস মডেলকে সরিয়ে অ্যাপল, আইফোন ১৭ এয়ার মডেল লঞ্চ করতে পারে। এটি একটি পাতলা ডিভাইস হবে।

তবে দামের মধ্যে পার্থক্য থাকবে না বলেই মনে‌ হয়। iPhone 16 Plus এর মতো iPhone 17 Air মডেলটি ৮৯,৯০০ টাকায় লঞ্চ হতে পারে। এর মূল আকর্ষণ হবে ডিজাইন।

জানিয়ে রাখি, ২০২৫ সালের সেপ্টেম্বর লঞ্চ হতে পারে iPhone 17 সিরিজের। এই সিরিজের অধীনে চারটি ডিভাইস আসতে পারে – iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro, iPhone 17 Pro Plus।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন