2025 সালে বিরাট পরিবর্তনের সঙ্গে আসবে iPhone 17 সিরিজ, জানলে চমকে উঠবেন!

অ্যাপল (Apple) তাদের লেটেস্ট iPhone 16 সিরিজের সবকটি মডেলে নতুন ক্যাপচার বাটন যুক্ত করেছে, যা ফোনের ক্যামেরাকে আরও অ্যাক্সেসেবল করে তুলেছে। এই ডিজাইনের পরিবর্তন উল্লেখযোগ্য,…

Iphone 17 Pro To Merge Action And Volume Buttons Report

অ্যাপল (Apple) তাদের লেটেস্ট iPhone 16 সিরিজের সবকটি মডেলে নতুন ক্যাপচার বাটন যুক্ত করেছে, যা ফোনের ক্যামেরাকে আরও অ্যাক্সেসেবল করে তুলেছে। এই ডিজাইনের পরিবর্তন উল্লেখযোগ্য, কারণ অ্যাপলের উদ্ভাবনগুলি বেস এবং ‘প্লাস’ মডেলগুলিতে পৌঁছানোর আগে কয়েক বছর ধরে ‘প্রো’ মডেলগুলিতেই সীমাবদ্ধ থাকে। এখন, একটি সূত্র মারফৎ জানা গেছে যে অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের iPhone 17 Pro মডেলগুলিতে ভিন্ন একটি বাটন যুক্ত করার পরিকল্পনা করছে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

iPhone 17 Pro মডেলগুলিতে একটি নতুন বাটন ভলিউম এবং অ্যাকশন বাটনকে প্রতিস্থাপন করতে চলেছে

সুপরিচিত টিপস্টার মাজিন বু দাবি করেছেন যে, অ্যাপল ভলিউম বাটন এবং অ্যাকশন বাটনটিকে একটি নতুন বাটনের দিয়ে প্রতিস্থাপন করবে, যেটিতে উভয় কাজ করার প্রযুক্তিই থাকবে। এবছর অ্যাপলের যোগ করা ক্যাপচার বাটনটিতে একটি সেনসিটিভ ফিচার রয়েছে, যা ইন্টারঅ্যাকশনের ওপর ভিত্তি করে একাধিক কন্ট্রোল অফার করতে পারে।

তবে এই মুহূর্তে, নতুন বাটনের প্রকৃত কার্যকারিতা সম্পর্কে বিশদ বিবরণ খুব কমই উপলব্ধ রয়েছে। মাজিন বু মনে করেন যে, এটি ভলিউম, রিংটোন এবং অন্যান্য ফাংশনের জন্য এক ধরণের কন্ট্রোলার হিসাবে কাজ করবে, যা বর্তমানে ক্যাপচার বাটনের সাথে কাস্টমাইজ করা যায়।

যদিও, অ্যাপল আগামী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই তাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে পারে এবং নতুন বাটনটি ফাইনাল মডেলে নাও দেখা যেতে পারে। তবে এটি লক্ষণীয় যে অ্যাপল ভলিউম বাটনগুলিকে একত্রিত করার লক্ষ্যে অতীতে একই ধরণের প্রোটোটাইপ নিয়ে পরীক্ষা করেছে। Apple iPhone 17 লাইনআপের সাথে অবশেষে রিটেইল ইউনিটগুলিতে এই পরিবর্তনটি বাস্তবায়িত হয় কিনা, সেটাই এখন দেখার।

এছাড়াও শোনা যাচ্ছে যে, আগামী প্রজন্মের iPhone 17 সিরিজে একটি ‘স্লিম’ মডেলও থাকবে, যা নন-প্রো এবং প্রো মডেলগুলির মধ্যে পারফরম্যান্সের ব্যবধান কমাবে। সিরিজটি ২ ন্যানোমিটার চিপের সাথেও আসতে পারে, যদি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC) সময়মতো তাদের ২ ন্যানোমিটারের প্রোডাকশন লাইন প্রস্তুত করতে পারে। ২ ন্যানোমিটারের প্রক্রিয়াটি পারফরম্যান্স এবং পাওয়ার এফিসিয়েন্সির ক্ষেত্রে একটি বড় আপগ্রেড অফার করতে পারে, যার ফলে অ্যাপল স্থানীয়ভাবে চালিত আরও এআই (AI) ফিচারগুলি বাস্তবায়ন করতে সক্ষম হবে। আগের একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, নন-প্রো মডেল, অর্থাৎ iPhone 17 এবং iPhone 17 Plus অবশেষে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ প্রোমোশন (ProMotion) সাপোর্ট পেতে পারে, যা আইফোনগুলিতে স্ট্যান্ডার্ড ৬০ হার্টজের রিফ্রেশ রেটে ইতি টানবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন