এবার অন্য ফোনকে কপি করছে Apple, iPhone 17 সিরিজে দেখা যাবে Pixel 9 সিরিজের মতো ক্যামেরা ডিজাইন
চলতি বছর লঞ্চ হওয়া আইফোন 16 -এর ক্যামেরা ডিজাইনে পরিবর্তন এনেছে অ্যাপল। ক্যামেরা মডিউলটি উভয় স্ট্যান্ডার্ড মডেলে উল্লম্বভাবে রাখা হয়েছে।
অ্যাপল আইফোন 17 আগামী বছরের সেপ্টেম্বরে লঞ্চ হবে। ইতিমধ্যেই এই আইফোন সিরিজ সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। তবে সম্প্রতি ফাঁস হওয়া একটি তথ্য অ্যাপল প্রেমীদের অবাক করেছে। আসলে সবসময় চাইনিজ ব্র্যান্ডগুলি আইফোনের ডিজাইন ও ফিচার থেকে চুরি করে, তবে এবার উল্টোটা ঘটতে চলেছে। নয়া রিপোর্টে দাবি করা হয়েছে, Apple তাদের আসন্ন iPhone 17 এর জন্য 'মেগা চুরি' করতে চলেছে। জানা গেছে ফোনটির ক্যামেরা ডিজাইন চলতি বছর লঞ্চ হওয়া Google Pixel 9 থেকে অনুপ্রাণিত হতে পারে।
ক্যামেরার ডিজাইন বদলে যাবে
চলতি বছর লঞ্চ হওয়া আইফোন 16 -এর ক্যামেরা ডিজাইনে পরিবর্তন এনেছে অ্যাপল। ক্যামেরা মডিউলটি উভয় স্ট্যান্ডার্ড মডেলে উল্লম্বভাবে রাখা হয়েছে। তবে আগামী বছরে লঞ্চ হতে চলা আইফোন 17 সিরিজের সব মডেলেই গুগল পিক্সেল 9-এর মতো হরাইজন্টাল ক্যামেরা সেটআপ থাকতে পারে বলে জানা গেছে। তবে আইফোন 17 সিরিজের সব মডেলের ক্যামেরা ডিজাইনে এই পরিবর্তন আনা হবে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম উইবোতে একটি ছবি পোস্ট করে এক চীনা টিপস্টার এটিকে আইফোন 17 সিরিজের বলে দাবি করেছেন। এই ফোনের ফ্রেমটাও এর আগে ফাঁস হওয়া আইফোন 17 এর রেন্ডারের মতোই। তিনি জানিয়েছেন, এই ফ্রেমটি একটি সাপ্লাই চেইন থেকে নেওয়া হয়েছে। ফ্রেম অনুযায়ী, আইফোন 17 সিরিজে ক্যামেরা বাম্পও দেখা যেতে পারে।
এর আগে জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন উইবোতে বলেছিলেন যে, অ্যাপল ফ্রন্ট আইল্যান্ডের কারণে আসন্ন আইফোন 17 এর ক্যামেরা ডিজাইনে পরিবর্তন আনবে। চলতি বছর স্ট্যান্ডার্ড মডেলের ক্যামেরা ডিজাইনে পরিবর্তন এনেছে সংস্থাটি। আগামী বছর আইফোন 17 সিরিজের প্রো মডেলের ক্যামেরা ডিজাইনে পরিবর্তন আসতে পারে।
চলতি বছর লঞ্চ হওয়া আইফোন 16 -এর ক্যামেরা ডিজাইনে পরিবর্তন এনেছে অ্যাপল। ক্যামেরা মডিউলটি উভয় স্ট্যান্ডার্ড মডেলে উল্লম্বভাবে রাখা হয়েছে।