Apple WiFi 7

আইফোন ১৭ সিরিজের বড় পরিবর্তন, থাকবে অ্যাপলের নিজস্ব ওয়াইফাই ৭ চিপ

Apple WiFi 7 - তাইওয়ানের টিএসএমসি-র এন৭ প্রসেসের উপর ভিত্তি করে ওয়াই-ফাই ৭ চিপ ডেভেলপ করছে অ্যাপল। এরফলে অন্য কোম্পানির উপর নির্ভরতা কমিয়ে অ্যাপল আরো বেশি আত্মনির্ভর হবে।

Puja Mondal 1 Nov 2024 5:17 PM IST

গতকালই অ্যাপল জানিয়েছে যে, তাদের নতুন আইফোন ১৬ সিরিজের ফোনের কারণে কোম্পানির আয় গতবছরের এই সময়ের তুলনায় অনেকটাই বেড়েছে। 'সুপারহিট' অ্যাখ্যা পাওয়া অ্যাপলের নতুন আইফোন সিরিজে বেশ কয়েকটি নতুন ফিচার দেখা গেছে, যেগুলি ক্রেতাদের আকর্ষণ করেছে। আর আইফোন ১৬ সিরিজ বাজারে আনার পর আইফোন ১৭ সিরিজের উপর কাজ শুরু করেছে টেক জায়ান্টটি। আগামী বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে এই স্মার্টফোন সিরিজ। রিপোর্ট অনুযায়ী, এই সিরিজে অ্যাপলের নিজস্ব ডেভেলপ করা ওয়াই-ফাই ৭ চিপ থাকবে।

অ্যানালিস্ট মিং চি কুও দাবি করেছেন যে, তাইওয়ানের টিএসএমসি-র এন৭ প্রসেসের উপর ভিত্তি করে ওয়াই-ফাই ৭ চিপ ডেভেলপ করছে অ্যাপল। এরফলে অন্য কোম্পানির উপর নির্ভরতা কমিয়ে অ্যাপল আরো বেশি আত্মনির্ভর হবে। উল্লেখ্য, অ্যাপল এখন তাদের ম্যাকবুকে ইন্টেলের পরিবর্তে ইন-হাউস এম সিরিজের চিপ ব্যবহার করে।

কুয়ো জানিয়েছেন যে অ্যাপল আগামী তিন বছরের মধ্যে তাদের সমস্ত ডিভাইসে নিজস্ব ওয়াই-ফাই চিপে ব্যবহার করার পরিকল্পনা করছে। এরফলে কোম্পানিটি কেবল খরচ কমাবে তাই নয়, বরং অ্যাপলের ডিভাইসগুলির সামগ্রিক পারফরম্যান্স উন্নত করা। ডিজিটাইমস তাদের প্রতিবেদনে আরও দাবি করেছে যে, ২০২৫ সালে লঞ্চ হতে চলা অ্যাপলের কিছু নতুন আইপ্যাডে এই ইন হাউস ওয়াই-ফাই চিপ থাকবে।

আর এরফলে ওয়াই-ফাই টেকনোলজির জন্য থার্ড পার্টি সাপ্লায়ারের থেকে নির্ভরতা কমানোর চেষ্টা করছে অ্যাপল। বর্তমানে, অ্যাপল তাদের ডিভাইসে ব্যবহৃত ওয়াই-ফাই চিপের জন্য ব্রডকমের উপর নির্ভর করে।

এদিকে আইফোন ১৭ সিরিজের কথা বললে, নতুন আইফোন সিরিজে একাধিক আপগ্রেড দেখা যাবে বলে আশা করা হচ্ছে। নিজস্ব ওয়াই-ফাই চিপ ছাড়াও এই সিরিজের ফোনগুলি ভলিউম বাটন ও অ্যাকশন বাটনের পরিবর্তে সিঙ্গেল বাটন সহ আসতে পারে।

Show Full Article
Next Story