লঞ্চের আগেই iPhone 17 Slim এর চমক শেষ? এই কারণে চিন্তায় অ্যাপল
iPhone 17 Slim Increase Battery Size - অ্যাপল তাদের হাই-ডেনসিটি ব্যাটারি তৈরির ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, যা কোম্পানিকে তাদের আল্ট্রা-স্লিম ডিজাইনের লক্ষ্য বাতিল করতে বাধ্য করেছে। ৬.৯ মিলিমিটারের আইফোন ৬ হল এখনও পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন।
অ্যাপল আগামী বছর তাদের আইফোন লাইনআপে একটি আল্ট্রা-স্লিম মডেল অন্তর্ভুক্ত করতে চলেছে বলে শোনা যাচ্ছে। এই আসন্ন ডিভাইসটির নাম রাখা হবে iPhone 17 Air। ফোনটিকে নিয়ে আইফোন অনুরাগীদের মধ্যে যথেষ্ট আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রথমদিকে ডিভাইসটিকে যতটা স্লিম ভাবা হচ্ছিল, ফোনটি হয়তো ততটাও স্লিম হবে না। কেননা বিকাশের পর্যায়ে অ্যাপলের এই আইফোন মডেলটি অপ্রত্যাশিত বিপত্তির সম্মুখীন হয়েছে। প্রাথমিকভাবে, কোম্পানি স্লিম প্রোফাইল অর্জনের জন্য একটি হাই-ডেনসিটির ব্যাটারি চালু করার লক্ষ্য রেখেছিল। কিন্তু সেটি সম্ভব হচ্ছে না।
ব্যাটারির সীমাবদ্ধতার কারণে আইফোন ১৭ এয়ার ফোনের ডিজাইনকে পুনর্বিবেচনা করছে অ্যাপল
ইউ১১২২ নামের এক ন্যাভার (দক্ষিণ কোরিয়ার অনলাইন প্ল্যাটফর্ম) ইউজারের মতে, অ্যাপল তাদের হাই-ডেনসিটি ব্যাটারি তৈরির ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, যা কোম্পানিকে তাদের আল্ট্রা-স্লিম ডিজাইনের লক্ষ্য বাতিল করতে বাধ্য করেছে। ৬.৯ মিলিমিটারের আইফোন ৬ হল এখনও পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন। তবে আইফোন ১৭ এয়ার স্লিম সাবস্ট্রেট সহ একটি ব্যাটারি ব্যবহার করে এই বেঞ্চমার্ককে অতিক্রম করার চেষ্টা করা হয়েছিল। তবে, উৎপাদন জনিত অসুবিধা এবং উচ্চ উৎপাদন খরচের জন্য অ্যাপলকে তার পরিকল্পনা পরিবর্তন করতে হচ্ছে। ফলস্বরূপ, আইফোন ১৭ এয়ার এখন ৭ মিমি থিকনেস ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে, যা কোম্পানির প্রতিশ্রুতি দেওয়া থিকনেসের তুলনায় বেশি।
যদি এটি বিদ্যমান মডেলগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে থিকনেস হ্রাস না করে, তাহলে আইফোন ১৭ এয়ারের প্রাসঙ্গিকতা সম্পর্কে প্রশ্ন উঠতে পারে। উদাহরণস্বরূপ, বর্তমান আইফোন ১৬ প্লাস, যেটি এয়ার মডেলটির দ্বারা প্রতিস্থাপন করা হবে বলে শোনা যাচ্ছে, সেটি ৭.৮ মিমি স্লিম, তাই আইফোন ১৭ এয়ারকে আলাদা করে তোলার জন্য একটি সামান্য হ্রাস যথেষ্ট নাও হতে পারে।
তবে এই পরিবর্তন সত্ত্বেও, আইফোন ১৭ এয়ার এখনও ডিসপ্লে, পারফরম্যান্স এবং ক্যামেরায় উল্লেখযোগ্য আপগ্রেড প্রদান করবে বলে আশা করা হচ্ছে। এটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, একটি আপগ্রেড ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এবং ১২ মেগাপিক্সেল থেকে ২৪ মেগাপিক্সেল পর্যন্ত ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে৷ এছাড়াও, অ্যাপল এতে তার নিজস্ব ৫জি মডেম ইন্টিগ্রেট করার পরিকল্পনা করেছে।
জানিয়ে রাখি, ‘আল্ট্রা-স্লিম’ ফোনের জন্য এরকম সমস্যার সম্মুখীন হওয়ার ক্ষেত্রে অ্যাপল একমাত্র স্মার্টফোন কোম্পানি নয়। স্যামসাং তাদের আসন্ন আল্ট্রা-স্লিম মডেল, স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম-এর সাথে একইরকম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যা আগামী বছরের শুরুর দিকে বাজারে পা রাখবে। সাম্প্রতিক রিপোর্টগুলি ইঙ্গিত করেছে যে স্যামসাং ব্যাটারির ঘনত্ব নিয়ে সমস্যায় পড়েছে, যেটির উদ্দেশ্য ব্যাটারি লাইফের সাথে আপোস না করে একটি পাতলা ডিজাইন অফার করা। ফলস্বরূপ, স্যামসাং গ্যালাক্সি এস২৫ স্লিম মডেলটিও পরিকল্পনার চেয়ে চওড়া হতে পারে, যদিও স্যামসাং একটি নতুন ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করছে বলে জানা গেছে।
iPhone 17 Slim Increase Battery Size - অ্যাপল তাদের হাই-ডেনসিটি ব্যাটারি তৈরির ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, যা কোম্পানিকে তাদের আল্ট্রা-স্লিম ডিজাইনের লক্ষ্য বাতিল করতে বাধ্য করেছে। ৬.৯ মিলিমিটারের আইফোন ৬ হল এখনও পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন।