iPhone 17 চীনের আগেই ভারতে তৈরী হবে, মেড ইন ইন্ডিয়া উদ্যোগে মজেছে Apple
চীনে সংঘটিত বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যায় কারণে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে অ্যাপল (Apple) -এর সাপ্লাই চেইন। যার দরুন...চীনে সংঘটিত বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যায় কারণে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে অ্যাপল (Apple) -এর সাপ্লাই চেইন। যার দরুন বর্তমানে পড়শী দেশে ব্যবসা করতে গিয়ে যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছে টিম কুকের সংস্থাটি। যেকারণে বিকল্প ম্যানুফ্যাকচারিং ল্যান্ড হিসাবে Apple ভারতকে বেছে নিয়েছে। যদিও এতদিন এদেশে তৈরী আইফোনের সংখ্যা চীনে অ্যাসেম্বল করা ইউনিটের থেকে যথেষ্টই কম ছিল। তবে এখন জানা যাচ্ছে, Apple আগামী বছর থেকে আরো বেশি সংখ্যক 'মেড ইন ইন্ডিয়া' আইফোন তৈরী করবে। এমনকি, সংস্থাটি চীনের আগেই এদেশে iPhone 17 তৈরীর কাজ শুরু করতে চায় বলেও দাবি করা হচ্ছে।
প্রখ্যাত অ্যাপল ডিভাইস বিশ্লেষক মিং চি কুও (Ming Chi Kuo) তার একটি লেটেস্ট রিপোর্টে দাবি করেছেন যে, Apple আগামী বছরের মধ্যে 'মেড ইন ইন্ডিয়া' আইফোন উৎপাদনের পরিমাণ দ্বিগুণ করতে চায়। জানিয়ে রাখি, ২০২৩ সালে বিশ্বব্যাপী চালান করা আইফোনের প্রায় ১২-১৪% ভারতে স্থানীয়ভাবে নির্মিত হয়েছে। এক্ষেত্রে সংস্থাটি, ২০২৪ সালের মধ্যে আইফোন ডেভলপমেন্টের পরিসংখ্যান ২০-২৫% -এ বাড়াতে আগ্রহী। তবে উৎপাদনকার্য প্রায় দ্বিগুন বাড়ানোর বিষয়টি বেশকয়েকটি পরিস্থিতির উপর নির্ভরশীল। তাই সবকিছুই ঠিকঠাক থাকলে তবেই Apple তাদের এই লক্ষ্য পূরণে সমর্থ হবে।
প্রসঙ্গত জানা যাচ্ছে, টেক জায়ান্টটি চীনের প্রতি নির্ভরতা কমাতে ঝেংঝো এবং তাইয়ুয়ান ভিত্তিক ফক্সকন (Foxconn) প্ল্যান্টে আইফোন উৎপাদনের স্কেল যথাক্রমে ৩৫-৪৫% ও ৭৫-৮৫% পর্যন্ত কমানোর পরিকল্পনা করছে।
কুও আরও জানিয়েছেন যে, অ্যাপল ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে থেকে ভারতের মাটিতে তাদের আপকামিং iPhone 17 মডেলের উৎপাদনকার্য শুরু করতে পারে। যদি এই তথ্য সত্যি হয়, তবে এই প্রথমবার সংস্থাটি চীনের বাইরে কোনো দেশে নতুন আইফোন ডিভাইস ডেভলপের কাজ করবে৷
বিশ্লেষকের মতে, ২০২৫ সাথে লঞ্চ হতে চলা স্ট্যান্ডার্ড আইফোন ১৭ মডেলটি বেছে নেওয়ার অন্যতম কারণ হল এটি তুলনায় সহজ ডিজাইন সহ আসবে যা ডেভেলপমেন্টের কাজে সহায়ক ভূমিকা পালন করবে।
জানিয়ে রাখি, বর্তমানে এদেশে সামগ্রিক আইফোন প্রোডাকশন ক্যাপাসিটির প্রায় ৭৫-৮০% নির্মিত হয় ভারতের তামিলনাড়ু ভিত্তিক ফক্সকন টেকনোলজি গ্রুপের প্ল্যান্টে। যদিও আগামী বছর থেকে উক্ত ম্যানিফাকচারিং সংস্থাটিকে কড়া টক্কর দিতে চলেছে টাটা গ্রুপ। কেননা, এই দেশীয় বহুজাতিক সংস্থাটি অ্যাপলের সাথে হাত মিলিয়ে খুব শীঘ্রই ভারতে আইফোন উৎপাদনের কাজ শুরু করতে চলেছে।
জানিয়ে রাখি, রতন টাটা মালিকাধীন টাটা গ্রুপ সম্প্রতি ৫,০০০ কোটি টাকারও বেশি খরচ করে এদেশে অবস্থিত উইস্ট্রনের (Wistron) আইফোন ম্যানুফ্যাকচারিং কারখানা অধিগ্রহণ করেছে। কুও -এর মতে, টাটা গ্রুপকে আইফোন অ্যাসেম্বলারদের মধ্যে অন্যতম করে তোলার মাধ্যমে ভারত সরকারের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চাইছে Apple। পাশাপাশি "এই পদক্ষেপ ভারতে আইফোন সহ অন্যান্য অ্যাপল পণ্যের বিক্রয় ত্বরান্বিত করবে" বলেও বিশ্বাস করেন কুও।