ফোন চুরি আটকাবে আইফোনের নতুন ফিচার, নিরাপত্তা জোরদার করল Apple
আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা ফিচার আনল অ্যাপল। ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখার জন্য ফিচারটি ডিজাইন করা...আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন নিরাপত্তা ফিচার আনল অ্যাপল। ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখার জন্য ফিচারটি ডিজাইন করা হয়েছে। সম্প্রতি আইওএস ১৮.০১ অপারেটিং সিস্টেম আপডেট রোল আউট করা শুরু করেছে সংস্থা। এই আপডেট ইনস্টলের পর বেশ কিছু আইফোন মডেলে ফিচারটি লক্ষ্য করা গেছে। ফিচারটির কাজ হল দীর্ঘ সময় লক থাকার পর এটি স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসটিকে পুনরায় বুট করে। যার ফলে নিরাপত্তা স্তর বাইপাস করা কঠিন হয়ে যায়।
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন পুলিশ বিভাগ এক রিপোর্টে জানিয়েছে, ফরেন্সিক তদন্তের সময় বেশ কিছু আইফোন মডেল বারবার রিবুট হতে শুরু করেছে। এই স্বয়ংক্রিয় রিবুট ফাংশনটি এই ডিভাইসগুলি আনলক করার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। ৪০৪ মিডিয়ার প্রতিবেদন অনুসারে, মিশিগান পুলিশ তাদের রিপোর্টে প্রকাশ করেছে, অ্যাপল সম্প্রতি এই রিবুট বৈশিষ্ট্যটি প্রয়োগ করা শুরু করেছে। অন্য ডিভাইস থেকে তা করা হচ্ছে। কিন্তু, রিবুট করার পিছনে এটি আসল কারণ নয় বলে মনে করছে তারা।
কীভাবে কাজ করে এই ফিচার?
এক নিরাপত্তা গবেষক আইওএস ১৮.২ এর কোডে এমবেড করা "ইনঅ্যাকটিভিটি রিবুট" (Inactivity Reboot) নামে একটি নতুন বৈশিষ্ট্য আবিষ্কার করেছেন। বিশেষ করে ফোনটি দীর্ঘ সময়ের জন্য আনলক থাকলে একটি স্বয়ংক্রিয় ট্রিগার চাপলেই রিবুট হওয়া শুরু করে। জানা গিয়েছে, ব্যবহারকারীদের ডেটাতে দুটি নিরাপত্তা স্তর যোগ করেছে অ্যাপল - একটি প্রথমে আনলকের আগে, অন্যটি আনলকের পরে।
যখন আইফোন পুনরায় চালু করা হয়, তখন একটি বিশেষ নিরাপত্তা মোডে প্রবেশ করে সেটি। যেখানে শুধুমাত্র কল গ্রহণ করার অনুমতি দেওয়া রয়েছে। ব্যবহারকারী যখন প্রথমবার ফেস আইডি বা টাচ আইডি ব্যবহার করে ফোন আনলক করবেন কেবল তারপরই ফিচারটি বন্ধ হবে। ফোনটি পুনরায় চালু না হওয়া পর্যন্ত এই উচ্চতর নিরাপত্তা মোড বজায় থাকবে। এর মানে হল যে আইন প্রয়োগকারী বা যারা ফোন আনলক করতে চান তাদের তথ্য অ্যাক্সেস করার জন্য সেলব্রাইট বা গ্রেকির মতো কোম্পানির বিশেষ সরঞ্জাম ব্যবহার করতে হবে।