১৪ হাজার টাকার কমে iPhone SE 2, অবিশ্বাস্য অফার নিয়ে হাজির Flipkart Sale

পুজো মানেই নিত্য হইহুল্লোড় আর নতুন সব কেনাকাটা - তা সে জামাকাপড়ই হোক বা কোনও ইলেকট্রনিক্স প্রোডাক্ট। বিশেষত পুজোর আগে...
SUPARNAMAN 21 Sept 2022 5:31 PM IST

পুজো মানেই নিত্য হইহুল্লোড় আর নতুন সব কেনাকাটা - তা সে জামাকাপড়ই হোক বা কোনও ইলেকট্রনিক্স প্রোডাক্ট। বিশেষত পুজোর আগে যদি আমাদের হাতে Apple -এর নতুন আইফোন উঠে আসে, তবে তো কোনো কথাই নেই! জানিয়ে রাখি, এক্ষেত্রে ক্রেতাদের মনের সাধ পূরণ করতে সম্প্রতি একটি জবরদস্ত অফার প্রকাশ্যে এনেছে জনপ্রিয় ই-কমার্স সাইট Flipkart, যাকে কাজে লাগিয়ে ক্রেতারা ১৪,০০০ টাকারও কম দামে Apple -এর নতুন iPhone SE 2 ডিভাইস করায়ত্ত করতে পারবেন!

না কোনো ইয়ার্কি নয়, সত্যিই ফ্লিপকার্টে এই অফারটি বিদ্যমান রয়েছে, যেখানে ক্রেতারা প্রায় অকল্পনীয় ১৪,০০০ টাকার কম মূল্যে iPhone SE 2 ক্রয়ের সুযোগ পেয়ে যাবেন। বিরাট অঙ্কের ছাড় বা 'ডিসকাউন্ট' লাভের পাশাপাশি ফ্লিপকার্টের লোভনীয় এক্সচেঞ্জ অফারকে কাজে লাগিয়েই ক্রেতারা এহেন কম মূল্যে আইফোনের আলোচ্য মডেলটি সংগ্রহ করতে পারবেন। উল্লেখ্য, এমনিতে ফ্লিপকার্টে Apple iPhone SE 2 মডেলের দাম ৩৯,৯০০ টাকা। সেক্ষেত্রে ১৪,০০০ টাকারও কম মূল্যে মডেলটি সংগ্রহ করতে সমর্থ হলে ক্রেতা ২৫,০০০ টাকারও বেশি অর্থ সাশ্রয় করতে পারবেন। ফলে দেরি না করে ঠিক কিভাবে Flipkart থেকে উল্লেখিত অঙ্ক সাশ্রয়ের দ্বারা ফোনটি কেনা সম্ভব হবে চলুন জেনে নেওয়া যাক।

Flipkart থেকে ১৪,০০০ টাকার কম মূল্যে iPhone SE 2 মডেল সংগ্রহ করুন এভাবে

পূর্বেই উল্লেখ করেছি যে সাধারণ অবস্থায় ফ্লিপকার্টে আইফোন এসই ২ মডেলের দাম ৩৯,৯০০ টাকা। তবে বর্তমানে এই প্ল্যাটফর্ম থেকে উক্ত মডেলটি কেনার সময় ক্রেতারা পুরো ৯,৪০১ টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন। সেক্ষেত্রে মডেলটি পকেটস্থ করতে ক্রেতার খরচ হবে ৩০,৪৯৯ টাকা। এছাড়া এক্সচেঞ্জ অফারের অফারের লাভ উঠিয়ে ক্রেতারা আরও কম মূল্যে মডেলটি সংগ্রহ করতে পারেন।

আরও কম দামে অ্যাপলের iPhone SE 2 ডিভাইসের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সংগ্রহ করতে হলে আগ্রহীরা নিজেদের পুরনো ডিভাইস 'এক্সচেঞ্জ' করতে পারেন। পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জের ফলে তারা আলোচ্য আইফোন মডেলটি কেনার সময় ফ্লিপকার্টের তরফ থেকে সর্বোচ্চ ১৬,৯০০ টাকা ডিসকাউন্ট পেতে পারেন। সেক্ষেত্রে অ্যাপল আইফোন এসই ২ মডেল ক্রয়ের জন্য ক্রেতাদের খরচ হবে ১৩,৫৯৯ টাকা। সুতরাং এমতাবস্থায় আগ্রহী মাত্র ১৪,০০০ টাকারও কম দামে ফোনটি সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, এতক্ষণ আমরা iPhone SE 2 মডেলের ৬৪ জিবি স্টোরেজ সংস্করণের কথাই আলোচনা করেছি। এছাড়াও ফ্লিপকার্টের আলোচ্য অফারের ফায়দা উঠিয়ে ক্রেতারা সর্বনিম্ন ১৮,৫৯৯ টাকার বিনিময়ে iPhone SE 2 মডেলের ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটি সংগ্রহ করতে পারবেন।

পরিশেষে বলে রাখি, উপরের ডিলগুলির ক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ক্রেতারা ৫ পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন।

Show Full Article
Next Story