iPhone SE 4: সবচেয়ে সস্তা আইফোনে থাকবে iPhone 16 এর ক্যামেরা, নয়া রিপোর্টে খুশির খবর

সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, iPhone SE 4 স্মার্টফোনে iPhone 16 সিরিজের মতো রিয়ার ক্যামেরা থাকবে। এতে থাকবে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

Ankita Mondal 10 Dec 2024 10:42 AM IST

নতুন বছরের শুরুতে বাজারে আসছে Apple iPhone SE 4। এই সিরিজের অধীনে টেক জায়ান্টটি আইফোনের সস্তা মডেল বাজারে এনে থাকে। যদিও দাম কম থাকলেও ফিচার থাকে লেটেস্ট। এবারও তার ব্যতিক্রম হবে না। এই ফোনটি নিয়ে নিয়মিত নতুন নতুন রিপোর্ট সামনে আসছে। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, আইফোন এসই 4 স্মার্টফোনে আইফোন 16 সিরিজের মতো রিয়ার ক্যামেরা থাকবে।

iPhone SE 4 আসবে 48MP ক্যামেরার সাথে

রিপোর্টে বলা হয়েছে যে, আইফোন এসই 4 ফোনে থাকবে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়া সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। জানিয়ে রাখি অ্যাপলের 48 মেগাপিক্সেল সেন্সরটি একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা 2X জুম সাপোর্ট করে।

রিপোর্টে জানানো হয়েছে, আইফোন এসই 4 এর ক্যামেরা সরবরাহ করবে কোরিয়ান প্রতিষ্ঠান এলজি ইনোটেক। এর পাশাপাশি ফক্সকন এবং কাওয়েল ইলেকট্রনিক্সও অ্যাপলকে এই ক্যামেরার যন্ত্রাংশ সরবরাহ করবে।

দাম ও অন্যান্য ফিচার

আইফোন এসই 4-এর দাম রাখা হতে পারে 400 ডলার অর্থাৎ প্রায় 34,000 টাকা। এক্ষেত্রে এটিই হবে অ্যাপলের সবচেয়ে সস্তা 5G ডিভাইস। ক্যামেরা ছাড়াও অন্যান্য ফিচারের কথা বললে, আইফোন এসই 4 মডেলে আইফোন 14 এর মতো 6.06-ইঞ্চি ওএলইডি ডিসপ্লে থাকতে পারে। যদিও এতে আইকনিক টাচ আইডি পাওয়া যাবে না। এর পরিবর্তে ফেস আইডি থাকতে পারে। এর পাশাপাশি আইফোন এসই 4 ডিভাইসে টাইপ-সি চার্জিং পোর্ট, 8 জিবি র‌্যাম এবং অ্যাপলের এআই ফিচার পাওয়া যাবে।

Show Full Article
Next Story