অ্যাপলের সস্তা iPhone SE 4 বছরের শুরুতেই হচ্ছে লঞ্চ, ডিসেম্বর থেকে শুরু প্রোডাকশন
আইফোন এসই ৪ ফোনে ১২ মেগাপিক্সেলের পরিবর্তে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে। এছাড়া এতে আরও বেশি ক্যাপাসিটির ব্যাটারি অর্থাৎ ৩,২৭৯ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। সাথে আ্যাপল ইন্টেলিজেন্স, ফেস আইডি সাপোর্ট করবে।
দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে যে Apple তাদের এসই সিরিজের নতুন মডেল হিসেবে iPhone SE 4 এর উপর কাজ করছে। ইতিমধ্যেই ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। যেমন জানা গেছে এতে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, যা আগের কোনো এসই ডিভাইসে ছিল না। আবার আইফোন এসই ৪ লেটেস্ট এ১৮ বায়োনিক চিপ সহ লঞ্চ হবে। আজ একটি রিপোর্টে আইফোন মডেলটির লঞ্চের সময়ও সামনে আনা হয়েছে। কবে লঞ্চ হবে আইফোন এসই ৪? আসুন জেনে নেওয়া যাক।
iPhone SE 4 ২০২৫ সালের প্রথম কোয়ার্টারে (Q1) লঞ্চ হবে
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম অ্যাজু নিউজ তাদের প্রতিবেদনে দাবি করেছে যে, অ্যাপল শীঘ্রই আইফোন এসই ৪ এর দ্রুত প্রোডাকশন শুরু করবে এবং ডিভাইসটি ২০২৫ সালের মার্চের মধ্যে লঞ্চ হবে। অ্যাজু নিউজ বলেছে, ২০২২ সালে লঞ্চ হওয়া আইফোন এসই ৩ এর মতো সময়েই উত্তরসূরিটি বাজারে আসবে। উল্লেখ্য, এর আগে আমরাও বলেছিলাম যে নতুন এই এসই সিরিজের আইফোন মডেলটি মার্চ বা এপ্রিল মাসে লঞ্চ হতে পারে।
যাইহোক, প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, অ্যাপল তাদের নতুন এই ফোনের জন্য এলজির থেকে ক্যামেরা মডিউল নিচ্ছে। সাপ্লায়ারদেরও ধারণা ডিসেম্বর থেকে আইফোন এসই ৪ এর দ্রুত প্রোডাকশন শুরু হবে। এই মুহূর্তে টেক জায়ান্টটি প্রোডাকশনের আগে বিভিন্ন বিষয় পরীক্ষা করে দেখছে। আর এলজি ফোনটি লঞ্চের তিনমাস আগে থেকে ক্যামেরা মডিউল সরবরাহ করতে শুরু করবে। ফলে ডিসেম্বর থেকে প্রোডাশন শুরু হওয়ার পর মার্চে ডিভাইসটি লঞ্চের সম্ভবনা প্রবল।
আপাতত জানা গেছে, আইফোন এসই ৪ ফোনে ১২ মেগাপিক্সেলের পরিবর্তে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে। এছাড়া এতে আরও বেশি ক্যাপাসিটির ব্যাটারি অর্থাৎ ৩,২৭৯ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। সাথে আ্যাপল ইন্টেলিজেন্স, ফেস আইডি সাপোর্ট করবে। আবার এটি এ১৮ বায়োনিক চিপে চলবে। আইফোন এসই ৪ স্মার্টফোনে ২০ ওয়াট ওয়্যার্ড, কিউআই২ ওয়্যারলেস চার্জিং ও ম্যাগসেফ চার্জিং সাপোর্ট করবে।
আইফোন এসই ৪ ফোনে ১২ মেগাপিক্সেলের পরিবর্তে ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা থাকবে। এছাড়া এতে আরও বেশি ক্যাপাসিটির ব্যাটারি অর্থাৎ ৩,২৭৯ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। সাথে আ্যাপল ইন্টেলিজেন্স, ফেস আইডি সাপোর্ট করবে।