iPhone SE 4 হবে অ্যাপলের সবচেয়ে সস্তা এআই ফিচারের ফোন, ভারতে কত দাম থাকবে

iPhone SE 4 Launch Soon - আইফোন এসই ৪ মডেলে ইউএসবি টাইপ সি পোর্ট ও অ্যাকশন বাটন দেওয়া হবে বলে জানা গেছে। আর এর ডিজাইন অনেকটা আইফোন ১৬ এর মতো হতে পারে।

Ankita Mondal 8 Nov 2024 11:52 AM IST

চলতি বছরের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছে অ্যাপল আইফোন ১৬ সিরিজ। আশা করা হচ্ছে আগামী বছরের একই সময়ে আইফোন ১৭ সিরিজের উপর থেকে পর্দা সরানো হবে। যদিও তার আগে আসবে iPhone SE 4। এটি ২০২২ সালে লঞ্চ হওয়া আইফোন এসই ৩ এর উত্তরসূরি হিসেবে আসবে। ইতিমধ্যেই জানা গেছে নতুন এই ফোনে অ্যাপল ইন্টেলিজেন্স এআই ফিচার, ওএলইডি ডিসপ্লে ও ৮ জিবি র‌্যাম থাকবে। আজ আবার iPhone SE 4 এর ভারতীয় মডেলের দাম ফাঁস হয়েছে।

iPhone SE 4 ভারতে দাম

২০২৫ সালে লঞ্চ হতে চলা আইফোন এসই ৪ মডেলটি আইফোন লাইনআপের অন্যতম সস্তা ফোন হবে। এর আগে আইফোন এসই ৩ এর দাম ছিল ৪৩,৯০০ টাকা। অ্যাপল ট্র্যাকার তাদের‌ রিপোর্টে দাবি করেছে, ভারতে আইফোন এসই ৪ এর দাম ৫০,০০০ টাকার কম রাখা হবে। রিপোর্ট যদি সত্যি হয় এবং ফোনটি যদি ৪৫,০০০ টাকার কাছাকাছি দামে লঞ্চ হয় তাহলে এটি একটি দুর্দান্ত বিকল্প হবে। কারণ আইফোন ১৬ এর মত এতে একাধিক নতুন ফিচারের পাশাপাশি অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার পাওয়া যাবে। অর্থাৎ জেনারেটিভ এআই টেকনোলজি সহ এটি সবচেয়ে সস্তা আইফোন মডেল হবে।

আইফোন এসই ৪ এর ফিচার ও স্পেসিফিকেশন (লিক)

আইফোন এসই ৪ মডেলে ইউএসবি টাইপ সি পোর্ট ও অ্যাকশন বাটন দেওয়া হবে বলে জানা গেছে। আর এর ডিজাইন অনেকটা আইফোন ১৬ এর মতো হতে পারে। বহু প্রতীক্ষিত ডিভাইসটি ওএলইডি ডিসপ্লে ও ফেস আইডি পেতে পারে বলে রিপোর্টে জানানো হয়েছে। আর নতুন এই এসই মডেলের ডিসপ্লেও আগের তুলনায় বড় হবে। এতে ৪.৭ ইঞ্চি ডিসপ্লের পরিবর্তে ৬.০৬ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে।

আর যেহেতু আইফোন এসই ৪ মডেলে অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার সাপোর্ট করবে। তাই এর উপযুক্ত কনফিগারেশনও থাকা প্রয়োজন। সেক্ষেত্রে আশা করা যায়, এতে আইফোন ১৬ এর প্রসেসর, ৮ জিবি র‌্যাম থাকবে। ডিভাইসটি ‌৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসবে। আর ক্যামেরার ক্ষেত্রেও আপগ্রেড দেখা যাবে বলে জল্পনা রয়েছে। ফোনটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। এরমধ্যে প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল থাকবে। আর ব্যাটারি ক্যাপাসিটিও আগের মডেলের তুলনায় বাড়ানো হবে।

Show Full Article
Next Story