iPhone 16e নামে লঞ্চ হতে পারে iPhone SE 4, সস্তা আইফোনে পাবেন সেরা ফিচার

আইফোন এসই 4 বা আইফোন 16e পূর্বসূরি বা আগের ভার্সন থেকে অনেকটাই আলাদা হবে। এতে নতুন ডিজাইন এবং বড় ডিসপ্লে থাকবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

Ankita Mondal 21 Dec 2024 11:34 AM IST

iPhone SE 4 আগামী বছরের প্রথম অর্ধে লঞ্চ হবে। প্রায় প্রতিদিনই ডিভাইসটি সম্পর্কে নতুন নতুন রিপোর্ট সামনে আসছে। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে iPhone SE 4 নতুন নামে লঞ্চ হবে। এটি iPhone 16e হবে। হ্যান্ডসেটটি 2025 সালের মার্চ মাসে বাজারে আসতে পারে।

iPhone SE 4 বা iPhone 16e এই ফিচারের সাথে আসবে

ইতিমধ্যেই জানা গেছে যে, আইফোন এসই 4 বা আইফোন 16e পূর্বসূরি বা আগের ভার্সন থেকে অনেকটাই আলাদা হবে। এতে নতুন ডিজাইন এবং বড় ডিসপ্লে থাকবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। নয়া এই ফোনে 4.7 ইঞ্চি এলসিডি স্ক্রিনের পরিবর্তে 6.06 ইঞ্চি ওএলইডি ডিসপ্লে দেওয়া হতে পারে।

আইফোন এসই 4 মডেলে আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। এতে টাচ আইডি হোম বাটন সরিয়ে ফেস আইডি থাকতে পারে, যা ডিসপ্লের চারপাশের বেজেলগুলিকে আরও পাতলা করে তুলবে। উইবোতে এক টিপস্টার দাবি করেছেন, আইফোন 16e এর স্ক্রিনের সাইজ আইফোন 16 এর বেস মডেলের অনুরূপ হবে এবং এতে ফুল-স্ক্রিন ডিজাইন দেখা গেছে।

পারফরম্যান্সের জন্য iPhone SE 4 মডেলে A18 চিপসেট ব্যবহার করা হতে পারে, যা একটি উল্লেখযোগ্য আপগ্রেড হবে। এছাড়া এতে 4 জিবি র‌্যামের পরিবর্তে 8 জিবি র‌্যাম থাকবে। এর সাথে এই আইফোনে অ্যাপলের লেটেস্ট এআই এবং মেশিন লার্নিং ফিচার সাপোর্ট করবে। ডিভাইসটি 128 জিবি স্টোরেজ সহ আসতে পারে। iPhone 16e মডেলে থাকতে পারে 48 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সব মিলিয়ে বলা যায়, শীঘ্রই দুর্দান্ত ফিচারের সাথে বাজেট ফ্রেন্ডলি একটি ফোন আনতে চলেছে অ্যাপল।

Show Full Article
Next Story