অসাধারণ ডিজাইনের সাথে দুর্দান্ত ক্যামেরা, iQOO 10 এর দুটি বিশেষ সংস্করণ বাজারে এল
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো গতকাল (২০ অক্টোবর) হোম মার্কেট চীনে তাদের একগুচ্ছ নতুন ডিভাইসের ওপর থেকেও পর্দা...জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো গতকাল (২০ অক্টোবর) হোম মার্কেট চীনে তাদের একগুচ্ছ নতুন ডিভাইসের ওপর থেকেও পর্দা সরিয়েছে। এর মধ্যে রয়েছে ব্র্যান্ড-নিউ iQOO Neo 7 স্মার্টফোন এবং iQOO TWS Air গেমিং ইয়ারবাড। এছাড়াও, এই নতুন প্রোডাক্টগুলির সাথে, ব্র্যান্ডটি তাদের ফ্ল্যাগশিপ iQOO 10-এর জন্য নতুন স্পেশাল এডিশনের কালার অপশনগুলিও নিয়ে এসেছে, এগুলি হল iQOO 10 Isle of Man Edition এবং iQOO 10 Track Edition। আসুন এই বিশেষ সংস্করণগুলির দাম ও অন্যান্য বিবরণগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক৷
উন্মোচিত হল iQOO 10-এর নতুন Isle of Man Edition এবং Track Edition
গত জুলাই মাসে আইকো ১০ অরেঞ্জ, ব্ল্যাক এবং বিএমডব্লিউ এডিশন (সাদা)-এই তিনটি কালার অপশনে চীনা বাজারে লঞ্চ হয়েছিল। আর এখন এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটির জন্য দুটি নতুন কালার অপশন চীনে লঞ্চ হয়েছে। এগুলি "আইল অফ ম্যান" (সবুজ) এবং "ট্র্যাক" স্পেশাল এডিশন নামে মার্কেটে এসেছে। এই বিশেষ সংস্করণের কালার ভ্যারিয়েন্টগুলিতে একটি সিলিকন লেদারের রিয়ার প্যানেল রয়েছে, যা পরিবেশ বান্ধব, দাগ-প্রতিরোধী, টেকসই, ত্বক-বান্ধব এবং মার্জিত টেক্সচার যুক্ত।
আইকো ১০ আইল অফ ম্যান এবং ট্র্যাক এডিশনের মূল্য এবং লভ্যতা - iQOO 10 Isle of Man Edition and Track Edition Price
আইকো ১০-এর আইল অফ ম্যান এবং ট্র্যাক এডিশনের নতুন কালার অপশনগুলি একাধিক কনফিগারেশনে বাজারে পা রেখেছে। বর্তমানে চীনের বাজারে এগুলি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ এবং আগামী ৩১ অক্টোবর থেকে এগুলির সেল শুরু হবে। উভয় কালার ভ্যারিয়েন্টের বেস ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৬৫০ টাকা)। তবে, এর প্রি-অর্ডার মূল্য মাত্র ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪১,০৫০ টাকা)। এছাড়া, বাকি ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলগুলির মূল্য হল যথাক্রমে- ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৪৯,০৫০ টাকা), ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৩,৬১০ টাকা) এবং ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৩,৬১০ টাকা)। তবে, এখন প্রি-অর্ডার করলে এই মডেলগুলি যথাক্রমে ৩,৭৯৯ ইউয়ান (প্রায় ৪৩,৩৫০ টাকা), ৪,১৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৯১০ টাকা) এবং ৪,০৯৯ ইউয়ান (প্রায় ৪৬,৮০০ টাকা) মূল্যে পাওয়া যাবে।
আইকো ১০-এর স্পেসিফিকেশন এবং ফিচার - iQOO 10 Specifications and Features
iQOO 10-এ ফুল-এইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং এইচডিআর১০+-এর জন্য সাপোর্ট সহ ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অরিজিনওএস ওশান (OriginOS Ocean) কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, iQOO 10-এর রিয়ার শেলে ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ (Samsung GN5) প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সিস্টেম উপস্থিত রয়েছে৷ ফোনটির সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। এই হ্যান্ডসেটে ভিভোর নিজস্ব ভি১+ ইমেজ সিগন্যাল প্রসেসিং চিপটি ব্যবহার করা হয়েছে, যা ইমেজিং এবং ভিডিও প্রসেসিং-কে আরও উন্নত করে তুলেছে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 10 ৪,৭০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে এসেছে, যা ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে।