বাজার কাঁপাবে iQOO 11 Pro, ২০০ ওয়াট ফাস্ট চার্জিং সহ থাকবে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো (iQOO) চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ iQOO 11...জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো (iQOO) চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ iQOO 11 সিরিজটি বাজারে উন্মোচন করবে বলে শোনা যাচ্ছে। হোম মার্কেট চীনে লঞ্চের পাশাপাশি, কোম্পানিটি ভারতেও ডিভাইসগুলি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এর আগে, কোম্পানিটি শুধুমাত্র চীনে iQOO 10 সিরিজ চালু করেছিল। তবে, OnePlus 10T 5G-এর সাথে প্রতিযোগিতা করার জন্য ভিভো (Vivo)-এর সাব-ব্র্যান্ডটি গত আগস্ট মাসে iQOO 10-কে iQOO 9T নামে ভারতে লঞ্চ করে। আসন্ন সিরিজটিতে দুটি ডিভাইস অন্তর্ভুক্ত থাকতে পারে - iQOO 11 এবং iQOO 11 Pro। একটি সাম্প্রতিক রিপোর্টে Pro মডেলের ডিসপ্লে স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। আর এখন এক সুপরিচিত টিপস্টার iQOO 11 Pro-এর ডিসপ্লের বিবরণের সাথে অন্যান্য স্পেসিফিকেশনগুলিও প্রকাশ করেছেন। আসুন আইকোর আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।
ফাঁস হল iQOO 11 Pro সম্পূর্ণ স্পেসিফিকেশন
টিপস্টার যোগেশ ব্রার তার একটি সাম্প্রতিক টুইটে নয়া আইকো ১১ প্রো-এর প্রধান স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছেন। তার টুইট অনুযায়ী, এই হ্যান্ডসেটে ৬.৭৮ ইঞ্চির এলটিপিও (LTPO) অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ২কে (2K) রেজোলিউশন অফার করবে। যোগেশ ব্রারের মতে, ১১ প্রো ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। তবে, বিখ্যাত চীনা টিপস্টার বল্ড পান্ডা এর আগে দাবি করেছিলেন যে, এই ডিভাইসটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ প্যানেলের সাথে আসবে এবং এটি এই বৈশিষ্ট্যযুক্ত প্রথম আইকো ফোন হবে। তবে, এখনই বলা যাচ্ছে না যে কোনটি সঠিক তথ্য, তাই কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও একটি রিপোর্ট নিশ্চিত করার জন্য অপেক্ষা করতেই হবে।
এছাড়া, যোগেশ ব্রার জানিয়েছেন আইকো ১১ প্রো কোয়ালকমের আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে, যা ১৫ নভেম্বর হাওয়াইতে আয়োজিত স্ন্যাপড্রাগন টেক সামিট ২০২২ (Snapdragon Tech Summit 2022)-এ লঞ্চ হতে পারে। এই প্রসেসরটি হবে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১-এর পর কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ প্রসেসর। স্ন্যাপড্রাগন ৮ জেন ২ সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সাথে যুক্ত থাকবে। আইকো হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিন ওএস (Origin OS) কাস্টম স্কিনে রান করবে। তবে, ভারতে এটি ফানটাচ ওএস (FunTouch OS)-এর পরবর্তী সংস্করণের সাথে আসতে পারে।
ফটোগ্রাফির জন্য, iQOO 11 Pro-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১৪.৬ টেলিফটো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সরটি একটি সনি আইএমএক্স৮৬৬ (Sony IMX866) সেন্সর হতে পারে। Pro ভ্যারিয়েন্টে কোম্পানি তাদের ভিভো ভি২ (Vivo V2) আইএসপি (ISP) চিপ ব্যবহার করবে বলেও জানা গেছে। ভি২ চিপটি হবে ভি১ চিপের উত্তরসূরি যা কোম্পানি Vivo X70-এর সাথে লঞ্চ করেছিল। এটি একটি কাস্টম-ডেভেলপড ইমেজ সিগন্যাল প্রসেসর (ISP), যা ইমেজিং এবং ভিডিও অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনটির সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 11 Pro ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ২০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। নিরাপত্তার জন্য, এতে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টও সেন্সরও মিলবে।
উল্লেখ্য, আইকোর এই আসন্ন ফ্ল্যাগশিপ ডিভাইসটি সম্ভবত OnePlus 11 5G, Xiaomi 13 Pro-এর মতো ফ্ল্যাগশিপ ডিভাইসগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে যা আগামীদিনে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটের সাথে লঞ্চ হতে চলেছে।