iQOO 11 সিরিজ নিয়ে প্রত্যাশা তুঙ্গে, লঞ্চের পূর্বে উদ্দীপনা দ্বিগুণ করে ফিচার ঘোষণা
বিখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড আইকো (iQOO) সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা আগামী ২ ডিসেম্বর চীন এবং মালয়েশিয়াতে তাদের...বিখ্যাত স্মার্টফোন ব্র্যান্ড আইকো (iQOO) সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা আগামী ২ ডিসেম্বর চীন এবং মালয়েশিয়াতে তাদের "নেক্সট জেনারেশন" iQOO 11 সিরিজটি লঞ্চ করবে। কোম্পানি আসন্ন লঞ্চ ইভেন্টে দুটি ডিভাইস উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে, এগুলি হল iQOO 11 এবং iQOO 11 Pro। এই হ্যান্ডসেটগুলি গ্লোবাল Snapdragon 8 Gen 2 চিপসেটের সাথে লঞ্চ হওয়া প্রথম ডিভাইস হতে চলছে। আর এখন আসন্ন লঞ্চের আগে, সিরিজটির প্রতি ক্রেতাদের আগ্রহী করে তুলতে কোম্পানি আপকামিং ডিভাইসগুলিকে টিজ করা শুরু করেছে এবং উভয় ডিভাইসেরই ডিজাইন প্রদর্শন করেছে। অফিসিয়াল পোস্টারগুলি নিশ্চিত করেছে যে, নয়া হ্যান্ডসেটে কার্ভড ডিসপ্লে, Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট এবং আরও ভাল ছবি প্রক্রিয়াকরণের জন্য Vivo V2 ISP চিপ থাকবে। আসুন iQOO 11 এবং iQOO 11 Pro সম্পর্কে কি কি তথ্য এখনও পর্যন্ত সামনে এল, জেনে নেওয়া যাক।
প্রকাশ্যে এল iQOO 11 সিরিজের অফিসিয়াল পোস্টার
আইকো তাদের অফিসিয়াল ওয়েইবো (চীনা মাইক্রো ব্লগিং সাইট) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে তাদের নম্বর সিরিজের নতুন ডিভাইসগুলির কিছু পোস্টার শেয়ার করেছে। এই অফিসিয়াল ছবিগুলি নিশ্চিত করেছে যে, আইকো ১১ সিরিজটি ভিভো ভি২ ইমেজ সিগন্যাল প্রসেসর (ISP) চিপের সাথে আসবে, যা উন্নততর ছবি প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়। এতে একটি বর্গাকার ক্যামেরা মডিউল থাকবে যাতে তিনটি ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ থাকবে। ক্যামেরা মডিউলে, 'আল্ট্রা সেন্সিং' টেক্সটটি দেখতে পাওয়া যাবে যা ফোনের ক্যামেরার এফিসিয়েন্সির সাথে সম্পর্কিত হতে পারে। উভয় ডিভাইসেই কোয়ালকমের লেটেস্ট এবং উৎকৃষ্টতম ফ্ল্যাগশিপ চিপসেট, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ অন্তর্ভুক্ত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এছাড়া কোম্পানি দ্বারা শেয়ার করা ছবি অনুসারে, আইকো ১১-এ একটি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে যেখানে প্রো মডেলটি একটি কার্ভড ডিসপ্লের সাথে আসবে। ডিভাইসের ব্যাক প্যানেলে আইকোর আইকনিক বিএমডাব্লিউ (BMW) ডিজাইনটি থাকবে, যা এর আগেও কোম্পানির ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিতে দেখা গেছে। আর ফোনের সামনে ফ্রন্ট ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট অন্তর্ভুক্ত আইকো ১১ ৫জি দুটি কালার অপশনে পাওয়া যাবে - কালো এবং সাদা, যা আলফা এবং লিজেন্ড হিসাবে বাজারজাত করা হবে।
আইকো ১১ সিরিজ ৫জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - iQOO 11 Series 5G Expected Specifications
iQOO 11 সিরিজের স্পেসিফিকেশন সংক্রান্ত একাধিক তথ্য ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে। সিরিজের উভয় মডেলেই কোয়াডএইচডি+ রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চির ই৬ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। ডিসপ্লেটিতে ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেটও সাপোর্ট করবে বলে জানা গেছে। বেস এবং প্রো মডেলের মধ্যে শুধুমাত্র প্রধান পার্থক্য হবে যে, প্রো মডেলে কার্ভড ডিসপ্লে থাকবে, যেখানে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টটি ফ্ল্যাট ডিসপ্লের সাথে আসবে। উভয় ডিভাইসই নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে এবং চিপটি ১৬ র্যামের সাথে যুক্ত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, iQOO 11-এ এফ/১.৯ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ৮ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত থাকতে পারে৷ অন্যদিকে, প্রো মডেলের ট্রিপল ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং একটি ১৪.৬ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। সেলফির জন্য, দুটি ফোনেই একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। উন্নত লো লাইট ক্যামেরা পারফরম্যান্স এবং পোর্ট্রেট মোড শটগুলির জন্য সিরিজটিতে ভিভো ভি২ আইএসপি ব্যবহার করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে।
সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 11-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। অন্যদিকে, iQOO 11 Pro মডেলটি ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ২০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। ডিভাইসগুলি চীনে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অরিজিন ওএস ৩ (Origin OS 3) কাস্টম স্কিনে রান করবে।
উল্লেখ্য, আইকো ভারতে এই নতুন ডিভাইসগুলির লঞ্চ সম্পর্কে কোনও তথ্য এখনও প্রকাশ করেনি, তবে একটি পূর্ববর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, iQOO 11 সিরিজটি ভারতে ২০২৩ সালের জানুয়ারিতে লঞ্চ হতে পারে।