নজরকাড়া লুকের সাথে দুর্দান্ত ক্যামেরা, সাথে iQOO 11 ফোনে থাকছে E6 AMOLED ডিসপ্লে
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো গত জুলাই মাসে তাদের iQOO 10 সিরিজটি উন্মোচন করার পর, বর্তমানে এর উত্তরসূরি iQOO 11...জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড আইকো গত জুলাই মাসে তাদের iQOO 10 সিরিজটি উন্মোচন করার পর, বর্তমানে এর উত্তরসূরি iQOO 11 লাইনআপের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। তবে ইতিমধ্যেই, বিভিন্ন রিপোর্ট এবং লিক থেকে সিরিজটির সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। আর এখন এক জনপ্রিয় চীনা টিপস্টার স্ট্যান্ডার্ড iQOO 11-এর ডিসপ্লে এবং স্টোরেজ কনফিগারেশন সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন।
ফাঁস হল iQOO 11-এর ডিসপ্লে স্পেসিফিকেশন এবং মেমরি কনফিগারেশন
টেকগোয়িং (TechGoing)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন সম্প্রতি চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবো (Weibo)-এর একটি পোস্টে, নতুন আইকো ১১-এর সম্পর্কে কিছু বিবরণ শেয়ার করেছেন। টিপস্টারের মতে, এই নয়া হ্যান্ডসেটে ২কে (2K) রেজোলিউশন সহ ই৬ অ্যামোলেড (E6 AMOLED) প্যানেল থাকবে। যদিও, তিনি পোস্টে স্ক্রিনটির পরিমাপ বা রিফ্রেশ রেট উল্লেখ করেননি। তবে, এই ডিভাইসে সম্ভবত এর পূর্বসূরি আইকো ১০-এর মতোই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
এছাড়াও ডিজিট্যাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, আইকো ১১-এ ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে। তাই কোম্পানি সম্ভবত আইকো ১১ প্রো মডেলে কার্ভড এজ ই৬ অ্যামোলেড প্যানেলটি ব্যবহার করবে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক একটি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, প্রো মডেলের ডিসপ্লেটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। সবশেষে টিপস্টার বলেছেন যে, আইকো ১১-এ সর্বাধিক ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।
প্রসঙ্গত পূর্ববর্তী রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, আইকো ১১-এ আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটটি ব্যবহার করা হবে। আর ফটোগ্রাফির জন্য, ডিভাইসটিতে সনি আইএমএক্স৮- সিরিজের ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে বলে শোনা যাচ্ছে। এটি একটি কাস্টম আইএমএক্স৮৬৬ সেন্সর হতে পারে।
তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল, iQOO 11-এ ভিভো ভি২ (Vivo V2) ইমেজ সিগন্যাল প্রসেসর (ISP)-টি অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো তাদের X80 সিরিজের মতো ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে নিজস্ব V-সিরিজ আইএসপি-টি ব্যবহার করে থাকে। এই চিপের উপস্থিতির কারণে iQOO 11-এ তোলা ছবিগুলির গুণমান উন্নততর হবে বলেই আশা করা যায়।