আইকো ১৩ ভারতে লঞ্চের আগে দাম কমলো iQOO 12 স্মার্টফোনের, কত সস্তা হল

iQOO 12 Price Discount - আইকো স্মার্টফোনটির ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা। তবে এখন এই ফোনের উপর ১২ শতাংশ ছাড় দিচ্ছে অ্যামাজন। যার মানে এটির দাম কমে দাঁড়াল ৫২,৯৯৯ টাকা।

Suvrodeep Chakraborty 10 Nov 2024 10:05 PM IST

ভারতে iQOO 13 লঞ্চ করার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে কোম্পানি। তার আগে পুরানো মডেলে বিরাট ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল আইকো। ই-কমার্স সাইটে হাফ দামে এই ফোন পাওয়া যাচ্ছে। আকর্ষণীয় ডিজাইন এবং হাই-এন্ড ফিচারে ঠাসা iQOO 12 এখন মাত্র ২৫ হাজার টাকায় কিনে ফেলতে পারবেন। যেখানে আসল দাম প্রায় ৬০ হাজার টাকা।

আইকো ১২ ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর। লঞ্চ হওয়ার সময় ফোনের এই প্রসেসর দারুন উন্মাদনা সৃষ্টি করেছিল। কারণ এটি ছিল গত বছরের কোয়ালকমের সেরা ফ্ল্যাগশিপ চিপসেট। এরকম একটি হাই-এন্ড প্রসেসর ব্যবহৃত স্মার্টফোন যদি আপনিও কিনতে চান, তাহলে এটাই সেরা সুযোগ।

আইকো ১২-তে বিপুল ছাড়

আইকো স্মার্টফোনটির ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা। তবে এখন এই ফোনের উপর ১২ শতাংশ ছাড় দিচ্ছে অ্যামাজন। যার মানে এটির দাম কমে দাঁড়াল ৫২,৯৯৯ টাকা। নির্দিষ্ট কয়েকটি ডেবিট/ক্রেডিট কার্ড দিয়ে কিনলে আরও ৩,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। তবে সবথেকে বড় ছাড় মিলবে পুরানো ফোন এক্সচেঞ্জ করে। কারণ এক্সচেঞ্জ বোনাস হিসাবে সর্বাধিক ৪০,০০০ টাকা ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ ২৫ হাজার টাকা বা তার কমে কিনতে পারবেন এই মোবাইল। অ্যামাজনে আইকো ১২ এর ইএমআই শুরু হচ্ছে ৪,১৫৯ টাকা থেকে।

আইকৈ ১২ এর ফিচার

গ্লাস প্যানেল ও অ্যালমুনিয়াম ফ্রেম দিয়ে তৈরি এই ফোনের বডি। এতে ৬.৭৮ ইঞ্চি এলটিপিও + অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। আর আইকো ১২ ফোনে মিলবে আইপি৬৪ রেটিং। সফটওয়্যার হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম, যা অ্যান্ড্রয়েড ১৫-এ আপডেট করা যাবে। ফোনের প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ জেন ৩। সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ সহ ডিভাইসটি পাওয়া যায়। ক্যামেরার ক্ষেত্রে পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল, ৬৪ মেগাপিক্সেল এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। ফ্রন্টে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

Show Full Article
Next Story