iQOO 12 ফোনের প্রেমে পড়লো ভারতীয়রা, 9 ঘন্টার মধ্যে প্রি-অর্ডার পাস শেষ

গত সপ্তাহে, iQOO আনুষ্ঠানিকভাবে ভারতে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 12 লঞ্চ করতে চলেছে। তবে লঞ্চের আগে ফোনটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়। আর এর জন্য প্রায়োরিটি…

গত সপ্তাহে, iQOO আনুষ্ঠানিকভাবে ভারতে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 12 লঞ্চ করতে চলেছে। তবে লঞ্চের আগে ফোনটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হয়। আর এর জন্য প্রায়োরিটি পাসও চালু করে সংস্থাটি। তবে প্রায়োরিটি পাস চালু করার ৯ ঘন্টার মধ্যে iQOO 12 এর জন্য আনা প্রায়োরিটি পাস শেষ হয়ে যায়।  

এই পাস ৫ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে বলে জানানো হয়েছিল। এই পাসধারীরা সেল শুরু হওয়ার আগেই iQOO 12 কেনার সুযোগ পাবেন। উল্লেখ্য, স্মার্টফোনটি ১২ ডিসেম্বর বিকাল ৫টায় লঞ্চ হবে।

iQOO 12 প্রি-অর্ডার করলে পাবেন এই সুবিধা

iQOO 12 ফোনের প্রায়োরিটি পাস নেওয়ার জন্য ৯৯৯ টাকা প্রয়োজন। এটি ফেরতযোগ্য। যারা ফোনটি প্রি-বুকিং করবেন তারা ২,৯৯৯ টাকা মূল্যের ভিভোর টিডব্লিউএস ইয়ারফোন বিনামূল্যে পাবেন।
 
iQOO 12 এর ফিচার (ফাঁস)

ভারতে আইকো ১২ ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাথে আসবে। এতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, কিউ ১ চিপ, একটি বড় ৬কে ভেপার চেম্বার এবং ৫০ এমপি + ৫০ এমপি + ৬৪ এমপি রিয়ার ক্যামেরা দেওয়া হবে।

আবার আইকো ১২ পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৮৮০ এমএএইচ ডুয়াল সেল ব্যাটারি সহ আসবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।