iQOO 13 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে এল, ফিচার্সে বাজার তোলপাড় করবে
iQOO 13 লঞ্চের প্রায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। কোম্পানির তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে তাদের...iQOO 13 লঞ্চের প্রায় দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। কোম্পানির তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে তাদের নিজস্ব সুপারকম্পিউটিং চিপ সহ Snapdragon 8 Gen 4 প্রসেসর থাকবে। এবার আইকো অফিশিয়ালি ফোনটির ছবি প্রকাশ করেছে। যেখানে iQOO 13 মডেলে ফ্ল্যাট সাইড ও সেলফি ক্যামেরার জন্য ছোট কাটআউট দেখা গিয়েছে।
iQOO 13-এর ব্যাক প্যানেলের ডিজাইন কেমন হবে সেটা অবশ্য এখনও প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, গত বছর iQOO 12 আরও বড় কাটআউট সহ এসেছিল। কোম্পানি নতুন ফোনটিতে মেটাল মিড ফ্রেম সহ ২কে ওলেড ডিসপ্লে থাকার কথা নিশ্চিত করেছে। জানিয়ে রাখি, iQOO 13 চীনে আগামী ৯ ডিসেম্বর Origin OS 5-এর সঙ্গে লঞ্চ করবে।
স্পেসিফিকেশন (সম্ভাব্য)
স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর ছাড়াও, আইকো ১৩ বিশাল ৬,১০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আসবে, যা ১৮০ ওয়াট পিপিএস ও পিডি চার্জিং সাপোর্ট করবে। বড় ক্যাপাসিটির ব্যাটারি থাকা সত্ত্বেও, ফোনটি ৮.১ মিমি পুরু হবে। যার কৃতিত্ব সিলিকন অ্যানোড ব্যাটারির।
আইকো ১৩-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা সেন্সর থাকতে পারে। যার মধ্যে মেইন ও আল্ট্রা ওয়াইড ক্যামেরাটি স্যামসাং কোম্পানির এবং টেলিফটো ক্যামেরা সনি থেকে নেওয়া হবে। এছাড়া, ফোনটিতে ১০ শতাংশ বেশি পাওয়ার এফিশিয়েন্ট ডিসপ্লে, আইপি৬৮ রেটিং, ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ মিলবে।