বাজার কাঁপাতে আসছে iQOO 13, থাকবে 100W ফাস্ট চার্জিং ও 6,150mah ব্যাটারি
আইকিউ শীঘ্রই তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ হিসাবে iQOO 13 স্মার্টফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। তবে লঞ্চের আগেই এখন এমআইআইটি (MIIT) এবং ৩সি (3C) সার্টিফিকেশন…
আইকিউ শীঘ্রই তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ হিসাবে iQOO 13 স্মার্টফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। তবে লঞ্চের আগেই এখন এমআইআইটি (MIIT) এবং ৩সি (3C) সার্টিফিকেশন ওয়েবসাইটগুলি কোম্পানির আসন্ন প্রিমিয়াম হ্যান্ডসেটকে দেখা গেছে, যা এটির আসন্ন লঞ্চের ইঙ্গিত দিচ্ছে। আসুন এই লিস্টিংগুলি থেকে ডিভাইসটির সর্ম্পকে কি কি তথ্য উঠে এসেছে জেনে নেওয়া যাক।
iQOO 13 পেল MIIT এবং 3C সার্টিফিকেশন সাইটের অনুমোদন
V2408A মডেল নম্বর সহ একটি আইকিউ ১৩ ফোনটি এমআইআইটি এবং চায়না কম্পালসারি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। যদিও উভয় সার্টিফিকেশনই ডিভাইসটির নাম নিশ্চিত করেনি। তবে, এমআইআইটি সার্টিফিকেশনের লিস্টিংটি নিশ্চিত করেছে যে ডিভাইসটি ৫জি এবং ডুয়েল সিম সাপোর্ট করবে এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলবে। অন্যদিকে, চায়না কম্পালসারি সার্টিফিকেশন সাইটে থেকে জানা গেছে যে, আসন্ন আইকিউ ১৩ মডেলটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি লক্ষণীয় কারণ, এর পূর্বসূরি আইকিউ ১২ ফোনটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
iQOO 13 ফোনের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
আসন্ন ফ্ল্যাগশিপ iQOO 13 হ্যান্ডসেটে চীনা ডিসপ্লে নির্মাতা বিওই (BOE)-এর তৈরি প্যানেল ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ২কে অ্যামোলেড (AMOLED) স্ক্রিন হতে পারে। এটি কোয়ালকম (Qualcomm)-এর পরবর্তী ফ্ল্যাগশিপ চিপসেট, Snapdragon 8 Gen 4 দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে, যা সম্ভবত ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে।
এছাড়াও সাম্প্রতিক রিপোর্টগুলি থেকে জানা গেছে যে, iQOO 13 বিশাল ৬,১৫০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে, যা পূর্বসূরি iQOO 12 মডেলে থাকা ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির থেকে একটি উল্লেখযোগ্য আপগ্রেড হবে। তবে, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই বিবরণগুলি এখনও কোম্পানির দ্বারা নিশ্চিত করা হয়নি, তাই এগুলির সত্যতা কতটা তা সময়ই বলতে পারবে।
আইকিউ শীঘ্রই তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ হিসাবে iQOO 13 স্মার্টফোনটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। তবে লঞ্চের আগেই এখন এমআইআইটি (MIIT) এবং ৩সি (3C) সার্টিফিকেশন…