iQOO 13 চীনের পর এবার ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হচ্ছে, পেল একাধিক সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র
iQOO 13 BIS Bluetooth Certification - ‘আই২৪০১' মডেল নম্বর যুক্ত একটি স্মার্টফোন ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে যদিও ডেটাবেসটি এর ব্লুটুথ সংস্করণ নিশ্চিত করেনি, তবে এটি চীনা ভ্যারিয়েন্টের মতোই ব্লুটুথ ৫.৪ কম্প্যাটিবিলিটি অফার করবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি চীনা বাজারে আত্মপ্রকাশ করেছে iQOO 13 স্মার্টফোনটি। প্রত্যাশামতোই ব্র্যান্ডটি এখন ডিভাইসটিকে গ্লোবাল মার্কেটে নিয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছে। এখন একটি ডিভাইস ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) ডেটাবেসে "আইকিউ মোবাইল ফোন" প্রোডাক্টের নেমের সাথে আবির্ভূত হয়েছে। যেটিকে আইকিউ ১৩ হ্যান্ডসেটের গ্লোবাল ভ্যারিয়েন্ট বলে মনে করা হচ্ছে। এছাড়াও গ্লোবাল মডেলটি ইন্দোনেশিয়ার এসডিপিপিআই (SDPPI) এবং ভারতের বিআইএস (BIS) সহ একাধিক নিয়ন্ত্রক প্ল্যাটফর্মে হাজির হয়েছে, যা এর আসন্ন আন্তর্জাতিক লঞ্চের ইঙ্গিত দেয়।
আইকো ১৩ ফোনটিকে দেখা গেল একাধিক সার্টিফিকেশন প্ল্যাটফর্মে
‘আই২৪০১' মডেল নম্বর যুক্ত একটি স্মার্টফোন ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে যদিও ডেটাবেসটি এর ব্লুটুথ সংস্করণ নিশ্চিত করেনি, তবে এটি চীনা ভ্যারিয়েন্টের মতোই ব্লুটুথ ৫.৪ কম্প্যাটিবিলিটি অফার করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, আইকিউ ১৩-এর গ্লোবাল মডেলটি ইন্দোনেশিয়ার এসডিপিপিআই এবং এদেশের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস সহ একাধিক রেগুলেটরি প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছে, যা ইঙ্গিত করে যে ডিভাইসটি খুব শীঘ্রই বিশ্ববাজারে পা রাখবে। আইকিউ ইতিমধ্যেই ভারতে তাদের আসন্ন ডিভাইসটির আগমনকে টিজ করেছে এবং ইন্দোনেশিয়া এবং ইউরোপের অনুরূপ সার্টিফিকেশনগুলি বহু-দেশে হ্যান্ডসেটটির রোলআউট নির্দেশ করে৷ সঠিক টাইমলাইনটি অঘোষিত থাকলেও, পূর্ববর্তী একটি রিপোর্টে নির্দেশ দেওয়া হয়েছে যে, ডিভাইসটি আগামী ৩ ডিসেম্বর ভারতে আত্মপ্রকাশ করতে পারে।
আইকিউ ১৩ ফোনের স্পেসিফিকেশন
আইকিউ ১৩ হ্যান্ডসেটে ৬.৭৮ ইঞ্চির কোয়াড এইচডি+ বিওই কিউ১০ এলটিপিও অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ৩,১৬৮×১,৪৪০ পিক্সেল, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। এছাড়া, স্ক্রিনটি ৪,৫০০ নিট পিক ব্রাইটনেস, ২,৫৯২ হার্টজ পিডাব্লিউএম ডিমিং এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট প্রদান করে।
পারফরম্যান্সের জন্য, আইকিউ ১৩ ফোনটি ৩ ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দ্বারা চালিত, যা ১২ জিবি/১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। চীনা মডেলটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অরিজিন ওএস ৫.০ (OriginOS 5.0) সফ্টওয়্যার সংস্করণে চলে এবং বিশ্ব বাজারে এটি ফানটাচ ওএস ১৫ (Funtouch OS 15) কাস্টম স্কিনে রান করবে। ফোনটি ৬,১৫০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১২০ ওয়াট আল্ট্রা-ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য, আইকিউ ১৩ হ্যান্ডসেটের ক্যামেরা সিস্টেমে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৯২১ প্রাইমারি সেন্সর, ১৫০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৪x লসলেস জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। ফোনটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইপি৬৮/আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, ইউএসবি টাইপ-সি অডিও এবং হাই-ফাই অডিও সহ স্টেরিও স্পিকার।
iQOO 13 BIS Bluetooth Certification - ‘আই২৪০১' মডেল নম্বর যুক্ত একটি স্মার্টফোন ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে যদিও ডেটাবেসটি এর ব্লুটুথ সংস্করণ নিশ্চিত করেনি, তবে এটি চীনা ভ্যারিয়েন্টের মতোই ব্লুটুথ ৫.৪ কম্প্যাটিবিলিটি অফার করবে বলে আশা করা হচ্ছে।