আইকোর হতাশ করা সিদ্ধান্ত, iQOO 13 তুলনামূলক ছোট ব্যাটারি সহ ভারতে লঞ্চ হচ্ছে
আইকো ডিসেম্বরে ডিভাইসটি ভারতে আনার আগে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এর কিছু বিশেষ ফিচার সামনে আনছে। সেখানে জানা গেছে আইকো ১৩ এর ভারতীয় ভ্যারিয়েন্টে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যেখানে চীনা ভ্যারিয়েন্টে ৬,১৫০ এমএএইচ ব্যাটারি ছিল।
আইকো সম্প্রতি চীনে লঞ্চ করা iQOO 13 ভারতে আনতে চলেছে। আগামী ৩ ডিসেম্বর ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি ভারতে পা রাখবে। তবে ভারতীয় ভ্যারিয়েন্টে কিছু পরিবর্তন দেখা যাবে। যদিও এই মুহূর্তে বলা সম্ভব নয় যে ঠিক কোন কোন ক্ষেত্রে পার্থক্য থাকবে। তবে ব্যাটারি যে চীনা ভ্যারিয়েন্টের তুলনায় সামান্য ছোট হবে তা আইকো আজ নিশ্চিত করেছে। যদিও চার্জিং সিস্টেমে কোনো পরিবর্তন দেখা যাবে না এবং চীনের মতো ভারতেও আইকো ১৩ স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ লঞ্চ হবে।
ভারতে iQOO 13 লঞ্চ হচ্ছে ৬০০০ এমএএইচ ব্যাটারির সাথে
আইকো ডিসেম্বরে ডিভাইসটি ভারতে আনার আগে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এর কিছু বিশেষ ফিচার সামনে আনছে। সেখানে জানা গেছে আইকো ১৩ এর ভারতীয় ভ্যারিয়েন্টে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যেখানে চীনা ভ্যারিয়েন্টে ৬,১৫০ এমএএইচ ব্যাটারি ছিল। তবে ভারতীয় মডেলেও ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আইকো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি অ্যামাজন থেকে স্মার্টফোনটি পাওয়া যাবে।
অন্যান্য স্পেসিফিকেশন
চীনের আইকো ১৩ মডেলে ৬.৮২ ইঞ্চি ১৪৪ হার্টজ এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১৪৪০ পিক্সেল রেজোলিউশন ও ৪,৫০০ নিটস ব্রাইটনেস অফার করে। এটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দ্বারা চালিত। আর ফোনটি ১৬ জিবি র্যাম ও ১ টিবি স্টোরেজ সহ পাওয়া যায়। ডিভাইসটির ভারতীয় ভ্যারিয়েন্টে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিন থাকবে।
ক্যামেরার কথা বললে, আইকো ১৩ স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ / ১.৮৮ অ্যাপারচার এবং ওআইএস সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯২১ প্রাইমারি সেন্সর, এফ / ১.৮৫ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮১৬ পোর্ট্রেট টেলিফোটো লেন্স, ১১৯.৪° ফিল্ড অফ ভিউ সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে এফ/২.৪৫ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।
গতকাল আইকো নিশ্চিত করেছিল যে, আইকো ১৩ ভারতে নারডো গ্রে ও লেজেন্ড এডশন সহ পাওয়া যাবে। এতে ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। আবার আইপি৬৯ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং সহ আসবে ফোনটি।
আইকো ডিসেম্বরে ডিভাইসটি ভারতে আনার আগে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এর কিছু বিশেষ ফিচার সামনে আনছে। সেখানে জানা গেছে আইকো ১৩ এর ভারতীয় ভ্যারিয়েন্টে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যেখানে চীনা ভ্যারিয়েন্টে ৬,১৫০ এমএএইচ ব্যাটারি ছিল।