iQOO 13 Launched: ভারতে লঞ্চ হল আইকো 13, দুর্ধর্ষ ক্যামেরা সহ রয়েছে 6000mAh ব্যাটারি, দাম কত

iQOO 13 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। তিনটি ক্যামেরাই 50 মেগাপিক্সেল রেজোলিউশন অফার করবে। আইকো 13 স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Ankita Mondal 3 Dec 2024 1:48 PM IST

Highlights

iQOO 13 ভারতে তিনটি 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর সহ লঞ্চ হল।

আইকো 13 এর 12GB র‌্যাম ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 54,999 টাকা।

আগামী 5 ডিসেম্বর থেকে ফোনটির প্রি-অর্ডার শুরু হবে। এখন 999 টাকা দিয়ে ডিভাইসটি অ্যামাজন থেকে প্রি-বুক করা যাচ্ছে।

iQOO 13 অবশেষে আজ ভারতে লঞ্চ হল। এর দাম শুরু হয়েছে টাকা থেকে। নতুন এই ফোনে রয়েছে তিনটি 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর। আবার এতে 6000mAh ব্যাটারি ও 8T LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। আইকোর তরফে দাবি করা হয়েছে যে, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে চার বছর ধরে অ্যান্ড্রয়েড আপডেট ও পাঁচ বছর ধরে সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। iQOO 13 এর লেজেন্ড ভার্সনও এসেছে, যেখানে BMW মটোরস্পোর্টের তিনটি কালারের সংমিশ্রণ দেখা যাবে। আসুন ভারতে এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

iQOO 13 ভারতে দাম ও প্রি-অর্ডার তারিখ এবং অফার

আইকো 13 এর 12GB র‌্যাম ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 54,999 টাকা। আর এর 16GB র‌্যাম ও 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে 59,999 টাকা। এটি নারডো গ্রে ও লেজেন্ড এডিশন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

আগামী 5 ডিসেম্বর থেকে এর প্রি-অর্ডার শুরু হবে। এখন 999 টাকা দিয়ে ডিভাইসটি অ্যামাজন থেকে প্রি-বুক করা যাচ্ছে। যারা ডিভাইসটি প্রি-বুক করবেন তারা 12 মাসের অতিরিক্ত ওয়ারেন্টি ও বিনামূল্যে 2,099 টাকার iQOO TWS 1e ইয়ারবাডস পাবেন। সেল অফার হিসেবে আইসিআইসিআই ও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন। সাথে 5,000 টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।

iQOO 13 এর স্পেসিফিকেশন ও ফিচার

আইকো 13 ফোনে আছে 6.82 ইঞ্চি 8T LTPO ফ্লাট ডিসপ্লে, যা 3168 x 1440 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, 4500 নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। আইকো 15 ডিভাইসে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর, এলপিডিডিআর5এক্স আল্ট্রা র‌্যাম, ইউএফএস 4.1 স্টোরেজ। এছাড়া এতে Q2 চিপ ব্যবহার করা হয়েছে, যা গেমিংয়ের সময় 144 এফপিএস পর্যন্ত অফার করবে। আনটুটু বেঞ্চমার্ক সাইটে ডিভাইসটি 3 মিলিয়নের বেশি স্কোর করেছে‌। এটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক FuntouchOS 15 কাস্টম ওএসে চলবে।

iQOO 13 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। তিনটি ক্যামেরাই 50 মেগাপিক্সেল রেজোলিউশন অফার করবে। এই ক্যামেরা সেন্সরগুলি হল - 1/1.56-ইঞ্চি IMX921 প্রাইমারি সেন্সর f/1.88 অ্যাপারচার এবং OIS, f/1.85 অ্যাপারচার সহ 1/2.93-ইঞ্চি IMX816 পোর্ট্রেট টেলিফোটো লেন্স, 1/2.76-ইঞ্চি সেন্সর সহ 199.4 ডিগ্রি আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

এই স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে এতে IP68 ও IP69 রেটিং পাওয়া যাবে। ডিভাইসটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে।

Show Full Article
Next Story