শীতের বাজার গরম করবে iQOO 13, ডিসেম্বরেই ভারতে লঞ্চ হচ্ছে
iQOO 13 India Launch Date - ভারতে লঞ্চ হতে চলা আইকিউ ১৩ ফোনটি তার চীনা সংস্করণের মতোই হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটিতে ৬.৮২ ইঞ্চির বিওই কিউ১০ (BOE Q10) ফ্ল্যাট স্ক্রিন রয়েছে, যার পিক ব্রাইটনেস ৪,৫০০ নিট।
কয়েকদিন আগেই আইকিউ চীনে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন, iQOO 13 লঞ্চ করেছে। ব্র্যান্ডটি বর্তমানে এর গ্লোবাল লঞ্চের জন্য প্রস্তুতি শুরু করেছে। ফোনটি সর্বপ্রথম ভারতের বাজারে পা রাখবে বলে শোনা যাচ্ছে। এখন আইকিউ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ভারতীয় বাজারে আইকিউ ১৩ হ্যান্ডসেটের লঞ্চের টাইমলাইন নিশ্চিত করছে৷ এছাড়াও, অ্যামাজন (Amazon) ল্যান্ডিং পেজ এবং অফিসিয়াল ওয়েবসাইট ফোনটির কালার অপশনগুলি নিশ্চিত করেছে। চলুন আইকিউ ১৩ ফোনটির গ্লোবাল ভ্যারিয়েন্ট সম্পর্কে এখনও পর্যন্ত কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।
ভারতে আইকিউ ১৩ ফোনের লঞ্চের সময়সীমা ও কালার ভ্যারিয়েন্ট
আইকিউ ইন্ডিয়া তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে পোস্ট করেছে জানিয়েছে যে, আইকিউ ১৩ আগামী ডিসেম্বরে ভারতে লঞ্চ হবে। গত মাসে প্রকাশিত কিছু রিপোর্ট ৩ ডিসেম্বর, ৫ ডিসেম্বর এবং ১৩ ডিসেম্বরের মতো তারিখগুলি উল্লেখ করেছে৷ তবে, ব্র্যান্ডটি এখনও নির্দিষ্ট লঞ্চের তারিখ নিশ্চিত করেনি৷ আশা করা যায় খুব শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে সংস্থা।
বর্তমানে, অ্যামাজনের প্ল্যাটফর্মে আইকিউ ১৩ ফোনের ল্যান্ডিং পেজটি এর কিছু স্পেসিফিকেশন তালিকাভুক্ত করেছে, যার মধ্যে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ, ১৪৪ এফপিএস গেম ফ্রেম ইন্টারপোলেশনের জন্য একটি কিউ২ সুপারকম্পিউটিং চিপ এবং ২কে সুপার রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ২কে এলটিপিও অ্যামোলেড (2K LTPO AMOLED) স্ক্রিন। আইকিউ ১৩ চীনে চারটি কালার অপশনে পাওয়া যায়, এগুলি হল হোয়াইট, গ্রিন, ব্ল্যাক এবং গ্রে। মনে করা হচ্ছে যে ভারতে হ্যান্ডসেটটি হোয়াইট, অর্থাৎ লেজেন্ড এডিশন এবং গ্রে কালারে পাওয়া যাবে।
আইকিউ ১৩ ফোনের স্পেসিফিকেশন
ভারতে লঞ্চ হতে চলা আইকিউ ১৩ ফোনটি তার চীনা সংস্করণের মতোই হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটিতে ৬.৮২ ইঞ্চির বিওই কিউ১০ (BOE Q10) ফ্ল্যাট স্ক্রিন রয়েছে, যার পিক ব্রাইটনেস ৪,৫০০ নিট। ডিভাইসটিতে এলপিডিডিআর৫এক্স আল্ট্রা র্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ রয়েছে। এই আইকিউ ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ (FunTouch OS 15) কাস্টম স্কিনে চলে এবং এতে একটি আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান। ফটোগ্রাফির জন্য, আইকিউ ১৩ এর রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২x অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা অবস্থান করছে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
iQOO 13 India Launch Date - ভারতে লঞ্চ হতে চলা আইকিউ ১৩ ফোনটি তার চীনা সংস্করণের মতোই হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটিতে ৬.৮২ ইঞ্চির বিওই কিউ১০ (BOE Q10) ফ্ল্যাট স্ক্রিন রয়েছে, যার পিক ব্রাইটনেস ৪,৫০০ নিট।