iQOO 13 Legend Edition: আগামী মাসে স্পেশাল এডিশন সহ ভারতে লঞ্চ হচ্ছে আইকো ১৩

পারফরম্যান্সের জন্য আইকো ১৩ স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। চীনে এটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যায়।

Ankita Mondal 13 Nov 2024 2:03 PM IST

আগামী ৩ ডিসেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 13। ইতিমধ্যেই কোম্পানির তরফে ফ্ল্যাগশিপ ডিভাইসটির বিভিন্ন বৈশিষ্ট্য টিজ করা শুরু হয়েছে। আজ জানানো হয়েছে যে, এই ডিভাইসটি দুটি কালারে ভারতে পাওয়া যাবে। এই দুটি কালার হল - নারডো গ্রে ও লেজেন্ড এডিশন। এরমধ্যে নারডো গ্রে ইতালির রেসিং ট্র্যাক দ্বারা অনুপ্রাণিত হবে। আর iQOO 13 Legend Edition মডেলটি স্পোর্টি ডিজাইন সহ আসবে। এই স্পেশাল এডিশনের জন্য আইকো বিএমডব্লিউ এম মোটরস্পোর্ট এর সাথে হাত মিলিয়েছে।

আইকো ১৩ এর স্পেসিফিকেশন ও ফিচার

ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে আইকো ১৩। আশা করা যায় ভারতীয় ভ্যারিয়েন্ট চীনা ভ্যারিয়েন্টের মতো স্পেসিফিকেশন সহ আসবে। অর্থাৎ এতে ৬.৭৮ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস কার্ভড বিওই কিউ১০ এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে ৩১৬৮ x ১৪৪০ পিক্সেল, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও এইচডিআর প্লাস সাপোর্ট করবে। আবার এটি ৪,৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করবে।

পারফরম্যান্সের জন্য আইকো ১৩ স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। চীনে এটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১ টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যায়। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচওএস ১৫ কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। ফটোগ্রাফির জন্য আইকো ১৩ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। তিনটি ক্যামেরাই ৫০ মেগাপিক্সেল রেজোলিউশন অফার করবে। এই ক্যামেরা সেন্সরগুলি হল - ১/১.৫৬-ইঞ্চি আইএমএক্স৯২১ প্রাইমারি সেন্সর এফ / ১.৮৮ অ্যাপারচার এবং ওআইএস, এফ / ১.৮৫ অ্যাপারচার সহ ১/২.৯৩-ইঞ্চি আইএমএক্স৮১৬ পোর্ট্রেট টেলিফোটো লেন্স, ১/২.৭৬-ইঞ্চি সেন্সর সহ ১১৯.৪° আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আইকো ১৩ স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬১৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে স্টেরিও স্পিকার, হাই-ফাই অডিও, আইপি৬৮/আইপি৬৯ রেটিং।

Show Full Article
Next Story