iQOO 13 ফোনের প্রি-বুকিং শুরু, 3 হাজার টাকা ডিসকাউন্ট সহ ফ্রি ইয়ারবাড ও অতিরিক্ত ওয়ারেন্টি
iQOO 13 স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট সহ 6.82-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 4500 নিট পিক ব্রাইটনেস অফার করবে।
গত 3 ডিসেম্বর ভারতে লঞ্চ হয়েছে iQOO 13। এই ডিভাইসটি তাদের জন্য আদর্শ যারা দুর্দান্ত পারফরম্যান্সের ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোন খোঁজ করছেন। কারণ এতে আছে কোয়ালকমের লেটেস্ট Snapdragon 8 Elite প্রসেসর, সনির ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ এবং চমৎকার বিল্ড কোয়ালিটি। আজ থেকে ভারতে iQOO 13 ফোনের প্রি-বুকিং শুরু হচ্ছে এবং যারা বুকিং করবেন তারা বিশেষ অফারের সুবিধা নিতে পারবেন।
অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon থেকে এই প্রিমিয়াম স্মার্টফোনটি অর্ডার করা যাবে। ই-কমার্স সাইটটি ডিভাইসটির জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে, যেখানে ফোনের স্পেসিফিকেশন ছাড়াও প্রি-বুকিং অফার সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। আইকো 13 বুক করলে 12 মাসের বর্ধিত ওয়ারেন্টি এবং বিনামূল্যে ইয়ারবাড পাওয়া যাবে।
iQOO 13 এর প্রি-বুকিংয়ে মিলবে অনেক সুবিধা
ভারতীয় বাজারে, iQOO 13 এর 12GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 54,999 টাকা। তবে ছাড়ের পরে এটি 51,999 টাকায় কেনা যাবে। একইভাবে, 16GB RAM এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 59,999 টাকা হলেও, এটি 56,999 টাকায় পাওয়া যাবে। এটি আলফা, নারডো গ্রে, হোয়াইট এবং গ্রিন কালার অপশনে উপস্থিত।
আইসিআইসিআই ব্যাঙ্ক বা এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্টে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। এছাড়াও, 3000 টাকার এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। যদি ভিভো বা iQOO ফোন এক্সচেঞ্জ করা হয়, তাহলে এই বোনাস 5000 টাকা পর্যন্ত হতে পারে। 12 মাসের বর্ধিত ওয়ারেন্টি ছাড়াও, 2099 টাকা দামের iQOO TWS 1e ইয়ারবাড প্রি-বুকে একেবারে বিনামূল্যে দেওয়া হচ্ছে। 999 টাকা দিয়ে ডিভাইসটি প্রি-বুকিং করা যাবে।
iQOO 13 এর স্পেসিফিকেশন
এই iQOO স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট সহ 6.82-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 4500 নিট পিক ব্রাইটনেস অফার করবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর দ্বারা চালিত এবং সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ফানটাচওএস 15 কাস্টম অপারেটিং সিস্টেমে উপলব্ধ। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি, 50 মেগাপিক্সেল টেলিফটো এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আবার সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি রয়েছে।
iQOO 13 স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট সহ 6.82-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 4500 নিট পিক ব্রাইটনেস অফার করবে।