iQOO 13 Sale: ডিএসএলআর ক্যামেরা ফেল, অসাধারণ ফিচারের আইকো ফোনের সেল কাল

iQOO 13 দুটি রঙে পাওয়া যাবে – নারডো গ্রে এবং লেজেন্ড এডিশন। আইকো 13 এর 12GB র‌্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 54,999 টাকা এবং 16GB র‌্যাম + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 59,999 টাকা।

Julai Mondal 10 Dec 2024 9:41 PM IST

সম্প্রতি লঞ্চ হওয়া আইকোর ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 13 আগামীকাল অর্থাৎ 11 ডিসেম্বর ভারতে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। ফ্ল্যাগশিপ স্মার্টফোন হওয়ায় এতে দুর্দান্ত স্পেসিফিকেশন রয়েছে, যার মধ্যে আছে 144Hz রিফ্রেশ রেটের 6.82 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম, 6000mAh ব্যাটারি এবং 16 জিবি পর্যন্ত র‌্যাম। আসুন iQOO 13 এর প্রথম সেল কোথায় এবং কি কি অফার সহ কেনা যাবে দেখে নেওয়া যাক।

iQOO 13 এর দাম এবং প্রথম সেলে অফার

আইকো 13 দুটি রঙে পাওয়া যাবে – নারডো গ্রে এবং লেজেন্ড এডিশন। আইকো 13 এর 12GB র‌্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 54,999 টাকা এবং 16GB র‌্যাম + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 59,999 টাকা। সেল অফার হিসেবে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 3,000 টাকা ছাড় পাওয়া যাবে।

এছাড়াও 5,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস রয়েছে। ভিভো / আইকো ডিভাইসে এক্সচেঞ্জ করলে অতিরিক্ত 5,000 টাকা বোনাস পাওয়া যাবে। আপনি আইকোর অফিসিয়াল ই-স্টোর এবং অ্যামাজনের মাধ্যমে অনলাইনে আইকো 13 কিনতে পারবেন।

iQOO 13 এর ফুল স্পেসিফিকেশন

আইকো 13 মডেলে আছে 2K রেজোলিউশনের 6.82-ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং আরও ভাল গেমিং অভিজ্ঞতার জন্য এতে আল্ট্রা-লো টাচ ল্যাটেন্সি ফিচার আছে। এই ডিভাইসে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা বিভাগে, এই ডিভাইসে 50MP IMX921 প্রাইমারি সেন্সর, 50MP Sony 100mm পোর্ট্রেট সেন্সর এবং 50MP আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এর সামনে 32MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ফোনে 4 বছরের ওএস আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট আসবে।

Show Full Article
Next Story