iQoo 9 5G Phoenix: সূর্যের আলোয় বদলে যাবে ব্যাক প্যানেলের রঙ, কিনবেন নাকি এই ফোন?
চলতি বছর জানুয়ারি মাসে চীনে লঞ্চ হওয়ার পর গত ফেব্রুয়ারিতে ভারতের বাজারেও পা রাখে iQoo 9 ফ্ল্যাগশিপ স্মার্টফোন...চলতি বছর জানুয়ারি মাসে চীনে লঞ্চ হওয়ার পর গত ফেব্রুয়ারিতে ভারতের বাজারেও পা রাখে iQoo 9 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি। চীনের বাজারে এই সিরিজের অধীনে iQoo 9 5G এবং iQoo 9 Pro 5G মডেল দুটি উন্মোচিত হয়, যেখানে ভারতে এই মডেল দুটির পাশাপাশি iQoo 9 SE 5G মডেলটিও আত্মপ্রকাশ করে। ভারতে iQoo 9 5G বেস মডেলটি লেজেন্ড (গ্রে) এবং আলফা (ব্ল্যাক)- এই দুটি কালার অপশনে লঞ্চ হয়। আর এবার উন্মোচিত হল এই ফোনের আরেকটি নতুন কালার অপশন, ফিনিক্স (অরেঞ্জ)। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই নতুন কালার ভ্যারিয়েন্টের ব্যাক প্যানেলটি এজি (AG) গ্লাস দ্বারা নির্মিত। ফলে সূর্যের আলো বা কৃত্রিম অতিবেগুনি রশ্মির সংস্পর্শে এলে iQoo 9 5G-এর রিয়ার শেলের রঙটি পরিবর্তিত হবে।
ভারতের বাজারে এল iQoo 9 5G- এর নতুন কালার ভ্যারিয়েন্ট Phoenix
আইকো নতুন ফিনিক্স অরেঞ্জ কালার অপশনে রেগুলার আইকো ৯ মডেলটি লঞ্চ করেছে। সংস্থা জানিয়েছে যে, নতুন ফিনিক্স কালার ভ্যারিয়েন্টের ব্যাক প্যানেলে ফ্রস্টেড এজি গ্লাস ব্যবহার করা হয়েছে, যার ওপর জ্যামিতিক প্যাটার্নও দেখতে পাওয়া যাবে। আর এটিই এই নতুন মডেলটিকে বিশেষ করে তুলেছে। এতে রয়েছে সূর্যের আলো বা যেকোনো কৃত্রিম অতিবেগুনি (UV) রশ্মির সংস্পর্শে এলে রঙ পরিবর্তন করার ক্ষমতা। অতিবেগুনি রশ্মির অনুপস্থিতিতে, ফোনের পিছনের রঙটি সাদা থাকে, কিন্তু সূর্যালোকের সংস্পর্শে আসলে এটি কমলা বা অরেঞ্জ কালারে পরিবর্তিত হয়।
এই আকর্ষণীয় নতুন রঙটি ছাড়া, এই মডেলের বাকি সবকিছুই রেগুলার মডেলের মতোই। ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ সহ ফোনের বেস মডেলটির দাম ৪২,৯৯০ টাকা। ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পটির মূল্য ৪৬,৯৯০ টাকা। অ্যামাজন ইন্ডিয়ার সাইটে গ্রাহকরা তাদের যেকোনো ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিভাইসটি কিনলে পেয়ে যাবেন ফোনের দামের ওপর সরাসরি ৪,০০০ টাকার ছাড়। এছাড়া, নো-কস্ট ইএমআই অপশন এবং আরও বেশকিছু অফারও রয়েছে।
আইকো ৯-এর স্পেসিফিকেশন এবং ফিচার (iQoo 9 Specifications and Features)
আইকোর এই প্রিমিয়াম অফারটিতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সহ ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে৷ নিরাপত্তার জন্য আইকো ৯-এ দেওয়া হয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর দ্বারা চালিত। এতে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যায়। এই গেমিং-কেন্দ্রিক হ্যান্ডসেটে একটি লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এছাড়া, এমইএমসি (MEMC) এবং এসডিআর (SDR) থেকে এইচডিআর (HDR)-এ রূপান্তরের জন্য একটি ইন্টেলিজেন্ট ডিসপ্লে চিপও মিলবে।
ফটোগ্রাফির জন্য, iQOO 9-এর ব্যাক প্যানেলে গিম্বল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৪৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৫৯৮ প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড-কাম-ম্যাক্রো লেন্স এবং ১৩ মেগাপিক্সেলের ২× টেলিফটো লেন্স উপস্থিত রয়েছে৷ আবার ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO 9- এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৩৫০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ (FunTouch OS 12) কাস্টম স্কিনে রান করে।