iQOO 9 Pro, iQOO 9 সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর ও দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হল, দাম জানুন

iQOO 9 Pro, iQOO 9 আজ একটি ভার্চুয়াল ইভেন্টে চীনে লঞ্চ হল। এর পাশাপাশি ভিভো-র সাব ব্র্যান্ডটি এই ইভেন্টে Android 12 ভিত্তিক OriginOS Ocean কাস্টম…

iQOO 9 Pro, iQOO 9 আজ একটি ভার্চুয়াল ইভেন্টে চীনে লঞ্চ হল। এর পাশাপাশি ভিভো-র সাব ব্র্যান্ডটি এই ইভেন্টে Android 12 ভিত্তিক OriginOS Ocean কাস্টম স্কিনের উপর থেকেও পর্দা সরিয়েছে। দুটি ফোনই এই কাস্টম ওএস-এ চলবে। এছাড়া iQOO 9 Pro, iQOO 9 এসেছে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা ও ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে। আবার বেস মডেলে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস স্যামসাং ই৫ অ্যামোলেড ডিসপ্লে, যেখানে প্রো মডেলে কোয়াড এইচডি প্লাস ই৫ ওলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। আসুন iQOO 9 Pro, iQOO 9 ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

আইকো ৯, আইকো ৯ প্রো ফোনের দাম ও লভ্যতা (iQOO 9, iQOO 9 Pro Price and Availability)

চীনের বাজারে নতুন আইকো ৯ ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। এই ফোনের ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩,৯৯৯ ইউয়ান (আনুমানিক ৪৭,০০০ টাকা)। আবার ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম+ ৫১২ জিবি স্টোরেজ -এই দুটি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৪,৩৯৯ ইউয়ান (প্রায় ৫১,৬০০ টাকা) ও ৪,৭৯৯ ইউয়ান (প্রায় ৫৬,২৪০ টাকা)।

অন্যদিকে, আইকো ৯ প্রো ফোনের ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৮,৬০০ টাকা)। এছাড়া ফোনটির ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫,৪৯৯ ইউয়ান (আনুমানিক ৬৪,৪০০ টাকা) ও ১২ জিবি র‍্যাম+ ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ ইউয়ান (আনুমানিক ৭০,৩০০ টাকা)।

আইকো ৯ স্পেসিফিকেশন, ফিচার (iQOO 9 Specifications, Features)

আইকো ৯ স্মার্টফোনে আছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি+ (১,০৮০× ২,৪০০ পিক্সেল) স্যামসাং ই৫ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়া নিরাপত্তার জন্য এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ডিসপ্লের ভিতরেই এম্বেড করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য আইকো ৯ ফোনে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের স্যামসাং জিএন৫ ১/১.৫৭ প্রাইমারি সেন্সর, ১২০ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ১৩ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ১২ মেগাপিক্সেলের পোট্রেট লেন্স। এছাড়া সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে পাওয়া যাবে ১৬ ফ্রন্ট ক্যামেরা।

পারফরম্যান্সের জন্য iQOO 9 ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। এই ফোনটি সর্বাধিক ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ বাজারে এসেছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 9 ফোনে দেওয়া হয়েছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি।

আইকো ৯ প্রো স্পেসিফিকেশন, ফিচার (iQOO 9 Pro Specifications, Features)

আইকো ৯ প্রো ফোনে দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চির কোয়াড-এইচডি+ (৩,২০০× ১,৪৪০ পিক্সেল) স্যামসাং ই৫ ১০-বিট এলটিপিও ২.০ ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্টজ।ফটোগ্রাফির জন্য আইকো ৯ প্রো ফোনেও রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই সেটআপের মধ্যে মিলবে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১৫০ ফিল্ড-অফ-ভিউ যুক্ত ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ১৬ মেগাপিক্সেলের পোট্রেট ক্যামেরা।

iQOO 9 Pro ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত। এই ফোনটি সর্বাধিক ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ চীনের বাজারে পা রেখেছে। পাওয়ার ব্যাকআপের জন্য ‘Pro’ মডেলটিতেও দেওয়া হয়েছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন