দুর্ধর্ষ ফিচার্সে সাড়া ফেলবে, নতুন লঞ্চ হওয়া শক্তিশালী চিপসেটের সঙ্গে আসছে iQOO Z9 Turbo

আইকো অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তাদের iQOO Z9 সিরিজের স্মার্টফোনগুলি আগামী মাসে, অর্থাৎ এপ্রিলে বাজারে পা...
Ananya Sarkar 19 March 2024 7:21 PM IST

আইকো অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তাদের iQOO Z9 সিরিজের স্মার্টফোনগুলি আগামী মাসে, অর্থাৎ এপ্রিলে বাজারে পা রাখবে। বহু প্রতীক্ষিত এই সিরিজের সবচেয়ে অত্যাধুনিক মডেল হিসাবে আসবে iQOO Z9 Turbo। কোম্পানি আরও নিশ্চিত করেছে যে, বড় চমক থাকবে প্রসেসরে। Qualcomm Snapdragon 8 সিরিজের লেটেস্ট প্রসেসর অফার করতে চলেছে iQOO Z9 সিরিজ। চলুন, এখনও পর্যন্ত আইকোর Z-সিরিজের আপকামিং ফোনগুলির সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

iQOO Z9 সিরিজে Snapdragon 8s Gen 3 চিপসেট

কোম্পানি ঘোষনা করেছে যে, আইকো জেড9 সিরিজটি আগামী এপ্রিল মাসে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসরের সাথে লঞ্চ হতে চলেছে। গতকালই বাজারে আসা এই স্ন্যাপড্রাগন চিপটি শক্তিশালী কার্যক্ষমতার প্রতিশ্রুতি দেয় এবং পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে বর্তমান প্রজন্মের স্ন্যাপড্রাগন 8 জেন 3-এর নীচেই অবস্থান করছে। কোয়ালকমের এই নতুন অক্টা-কোর প্রসেসরটি একটি Cortex-X4 প্রাইম কোর, চারটি Cortex-A720 কোর এবং তিনটি Cortex-A520 কোর দ্বারা গঠিত। এটি 24 জিবি পর্যন্ত এলপিডিডিআর5এক্স র‍্যাম সাপোর্ট করে এবং 18-বিট ট্রিপল কগনিটিভ আইএসপি (ISP) সহ উন্নত ইমেজ এবং ভিডিও প্রসেসিং ক্ষমতা প্রদান করে।

iQOO Z9 সিরিজের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আইকো জেড9 সিরিজে স্ট্যান্ডার্ড আইকো জেড9, আইকো জেড9এক্স এবং আইকো জেড9 টার্বো - এই তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে। তবে, স্ট্যান্ডার্ড এবং এক্স ভ্যারিয়েন্ট যথাক্রমে স্ন্যাপড্রাগন 7 জেন 3 এবং স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। শুধুমাত্র টার্বো মডেলটিই নতুন স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসরের সাথে আসবে বলে মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি, সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন প্রথম iQOO Z9 Turbo-এর অস্তিত্বের ইঙ্গিত দেন এবং একগুচ্ছ স্পেসিফিকেশনও ফাঁস করেন। টিপস্টারের মতে, Turbo-এ 144 হার্টজ রিফ্রেশ রেট, 2,800×1,260 রেজোলিউশন (1.5K) এবং 2,160 হার্টজ পিডাব্লিউএম ডিমিং সহ 6.78 ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে। ডিভাইসটি প্লাস্টিকের পরিবর্তে উন্নত বিল্ড এবং উপকরণ সহ আসবে বলে আশা করা হচ্ছে।

iQOO Z9 সিরিজটি সম্প্রতি সিকিউসি (CQC) এবং সিএমআইআইটি (CMIIT) সার্টিফিকেশন লাভ করেছে, যা এর আরও কিছু বৈশিষ্ট্যও প্রকাশ করেছে। iQOO Z9 Turbo মডেলটিতে 80 ওয়াট চার্জার থাকবে, যা 11V 7.3A ফাস্ট চার্জিং সাপোর্ট করতে সক্ষম। ফোনটিতে বিশাল 6,000 এমএএইচ ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে।

ফটোগ্রাফির জন্য, iQOO Z9 Turbo-তে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে, যদিও সেকেন্ডারি সেন্সর সম্পর্কিত কোনও তথ্য এখনও সামনে আসেনি। এছাড়া জানা গেছে যে, ফোনটি সর্বাধিক 16 জিবি এলপিডিডিআর5এক্স র‍্যাম, 1 টিবি ইউএফএস 4.0 স্টোরেজ এবং একটি শর্ট-ফোকাস ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14-এর ওপর ভিত্তি করে অরিজিনওএস 4.0 কাস্টম স্কিনে চলবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story