iQOO Neo 10 ও iQOO Neo 10 Pro দুর্ধর্ষ ফিচার সহ লঞ্চ হল, কুলিং সিস্টেম সহ রয়েছে 50MP সনি ক্যামেরা

আইকো নিও 10 ও আইকো নিও 10 প্রো স্মার্টফোনে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল সনি IMX921 প্রাইমারি সেন্সর রয়েছে। আবার iQOO Neo 10 মডেলে যেখানে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার উপস্থিত, সেখানে iQOO Neo 10 Pro মডেলে 50 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে।

Julai Mondal 29 Nov 2024 10:26 PM IST

Highlights

iQOO Neo 10 সিরিজের অধীনে iQOO Neo 10 ও iQOO Neo 10 Pro লঞ্চ হয়েছে।

আইকো নিও 10 এর 12GB RAM ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে প্রায় 26,800 টাকা।

আইকো নিও 10 সিরিজে স্পেসিফিকেশন ও ফিচার হিসেবে পাওয়া যাবে LTPO AMOLED ডিসপ্লে, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 6100mAh ব্যাটারি।

iQOO Neo 10 সিরিজ আজ চীনে লঞ্চ হল। এই সিরিজের দাম শুরু হয়েছে প্রায় 22,800 টাকা থেকে। এই সিরিজের অধীনে বেস ও প্রো মডেল বাজারে এসেছে। নিও 10 প্রো ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসর রয়েছে। যেখানে নিও 10 এসেছে স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসরের সাথে। এছাড়া এই সিরিজে পাওয়া যাবে LTPO AMOLED ডিসপ্লে, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 6100mAh ব্যাটারি। আসুন এই সিরিজের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

iQOO Neo 10 ও iQOO Neo 10 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

ডিসপ্লে

আইকো নিও 9 সিরিজের মতো দেখতে আইকো নিও 10 সিরিজ। তবে কিছু পরিবর্তন আনা হয়েছে। উপরের ও পাশের বেজেল আরও পাতলা করা হয়েছে। আইকো নিও 10 ও আইকো নিও 10 প্রো ফোনে আছে 6.78 ইঞ্চি 1.5K প্লাস 144Hz রিফ্রেশ রেটের 8T LTPO ফ্লাট ডিসপ্লে। এই ডিসপ্লে 1800 নিট পিক ব্রাইটনেস ও 4500 নিটস লোকাল পিক ব্রাইটনেস অফার করবে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য উভয় মডেলে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

প্রসেসর ও সফটওয়্যার

আইকো নিও 10 সিরিজে আইকো 13 এর Q2 গেমিং চিপ পাওয়া যাবে। আর এই সিরিজের বেস মডেলে স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর আইকো নিও 10 প্রো ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 প্রসেসর দেওয়া হয়েছে। আবার এই সিরিজে 6400mm² ভিসি কুলিং সিস্টেম উপস্থিত। ডিভাইস দুটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক অরিজিন ওএস কাস্টম স্কিনে চলবে।

ক্যামেরা

আইকো নিও 10 ও আইকো নিও 10 প্রো স্মার্টফোনে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল সনি IMX921 প্রাইমারি সেন্সর রয়েছে। আবার বেস মডেলে যেখানে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার উপস্থিত, সেখানে প্রো মডেলে 50 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি

iQOO Neo 10 সিরিজে বড় 6100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোন দুটি 15 মিনিটে 50 শতাংশ চার্জ হয়ে যাবে।

iQOO Neo 10 সিরিজের দাম

আইকো নিও 10 সিরিজ পাঁচটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এর মধ্যে বেস মডেলের 12GB RAM ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে প্রায় 26,800 টাকা। আর নিও 10 প্রো এর দাম শুরু হয়েছে প্রায় 37,300 টাকা।

iQOO Neo 10

12GB + 256GB: CNY 2299 (প্রায় 22,800 টাকা)

16GB + 256GB: CNY 2499 (প্রায় 29,100 টাকা)

12GB + 512GB: CNY 2699 (প্রায় 31,500 টাকা)

16GB + 512GB: CNY 2,999 (প্রায় 35,000 টাকা)

16GB + 1TB: CNY 3499 (প্রায় 40,800 টাকা)

iQOO Neo 10 Pro

12GB + 256GB: CNY 3199 (প্রায় 37,300 টাকা)

16GB + 256B: CNY 3399 (প্রায় 39,700 টাকা)

12GB + 512GB: CNY 3499 (প্রায় 40,800 টাকা)

16GB + 512GB: CNY 3799 (প্রায় 44,300 টাকা)

16GB + 1TB: CNY 4299 (প্রায় 50,200 টাকা)

এগুলি র‌্যালি অরেঞ্জ, হোয়াইট, ব্ল্যাক কালারে পাওয়া যাবে। ফোন দুটি আন্তর্জাতিক বাজারে কবে আসবে তা এখনও জানানো হয়নি।

Show Full Article
Next Story