৯ হাজার টাকা সস্তায় কিনুন এই দুর্দান্ত ফিচারের 5G ফোন, মাত্র ৫ দিনের অফার

আসন্ন আলোর উৎসব দীপাবলি বা দিওয়ালিকে উপলক্ষ করে এখন বহু স্মার্টফোন ব্র্যান্ড সহ অনলাইন শপিং সাইট বিভিন্ন অফার ও সেলের...
SUPARNA 18 Oct 2022 2:15 PM IST

আসন্ন আলোর উৎসব দীপাবলি বা দিওয়ালিকে উপলক্ষ করে এখন বহু স্মার্টফোন ব্র্যান্ড সহ অনলাইন শপিং সাইট বিভিন্ন অফার ও সেলের ঘোষণা করছে। যেমন সম্প্রতি স্মার্টফোন ক্রেতাদের জন্য Amazon India এমন একটি দুর্দান্ত অফারের সাথে হাজির হয়ে গেছে, যা এককথায় লুফে নেওয়ার মতো! আজ্ঞে হ্যাঁ! চলতি বছরের মে মাসে ভারতের বাজারে পা রাখা iQOO Neo 6 5G স্মার্টফোনকে মোট ৯,০০০ টাকার ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারের সাথে সীমিত সময়ের জন্য উপলব্ধ করা হয়েছে। এই অফার ও ডিসকাউন্ট পেয়ে গেলে ১৬,০০০ টাকারও কম খরচ করে আপনারা এই মিড-রেঞ্জের ফোনটিকে কিনে নিতে পারবেন। চলুন Amazon -এ iQOO Neo 6 5G স্মার্টফোনের সাথে কি কি অফার দেওয়া হচ্ছে তা বিশদে দেখে নেওয়া যাক।

দুর্দান্ত অফারের সাথে সস্তায় iQOO Neo 6 5G স্মার্টফোনকে বিক্রি করছে Amazon

আইকো নিও ৬ ৫জি ফোনের এমআরপি ৩৪,৯৯৯ টাকা। কিন্তু অ্যামাজন সেল থেকে আপনারা উক্ত স্মার্টফোনকে ৭,০০০ টাকা ডিসকাউন্ট সহ ২৭,৯৯৯ টাকায় কিনে নিতে পারবেন। আবার, CITI, ICICI, Kotak ব্যাঙ্ক বা Rupay কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করলে, ধার্য মূল্যের উপর অতিরিক্ত ভাবে আরো ২,০০০ টাকার ফ্ল্যাট ছাড় পাওয়া যাবে। অর্থাৎ মোট ৯,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এছাড়া, পুরোনো হ্যান্ডসেটের পরিবর্তে এই স্মার্টফোনটি কিনলে ১২,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সুবিধাও পাওয়া যাবে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারলে মডেলটিকে নূন্যতম ১৫,৭৯৯ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসা যাবে। প্রসঙ্গত, এই লোভনীয় অফারটি মাত্র ৫ দিনের জন্যই লাইভ থাকছে।

iQOO Neo 6 5G -এর স্পেসিফিকেশন

ডুয়েল সিমের (ন্যানো) আইকো নিও ৬ ৫জি স্মার্টফোনে রয়েছে একটি ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) E4 AMOLED ডিসপ্লে, যা, ২০:৯ এসপেক্ট রেশিও, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট অফার করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে আইকো আনীত এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ফানটাচ ওএস ১২ কাস্টম ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। এটি ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ এসেছে। নিরাপত্তার জন্য এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

আইকো নিও ৬ ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল – ৬৪ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল প্লাস জিডাব্লিউ১পি প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এঞ্জেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। অন্যদিকে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ৫জি স্মার্টফোনে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story