iQOO-র এই দুর্দান্ত স্মার্টফোন শীঘ্রই এন্ট্রি নিচ্ছে ভারতে, ফিচার শুনলে অবাক হয়ে যাবেন

আইকো সম্প্রতি হোম মার্কেট চীনে তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ iQOO 11 সিরিজ ও মিড-রেঞ্জ iQOO Neo 7 SE ফোন লঞ্চ করেছে। বর্তমানে শোনা যাচ্ছে যে,…

আইকো সম্প্রতি হোম মার্কেট চীনে তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ iQOO 11 সিরিজ ও মিড-রেঞ্জ iQOO Neo 7 SE ফোন লঞ্চ করেছে। বর্তমানে শোনা যাচ্ছে যে, ব্র্যান্ডটি Neo সিরিজের আরও কিছু নতুন মডেল বাজারে আনার পরিকল্পনা করছে। এক জনপ্রিয় চীনা টিপস্টার সম্প্রতি iQOO Neo 7 Racing Edition নামের একটি মডেলের সম্পর্কে কিছু বিবরণ শেয়ার করেছেন। আর এখন একটি আইকো ফোনকে ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন সাইটে স্পট করা গেছে এবং একটি রিপোর্টে এটিকে iQOO Neo 7 5G বলে উল্লেখ করা হয়েছে। চলুন তাহলে এই নতুন আইকো হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি তথ্য উঠে এল, দেখে নেওয়া যাক।

iQOO Neo 7 5G পেল ভারতের BIS সার্টিফিকেশন সাইটের অনুমোদন

I2214 মডেল নম্বর সহ একটি আইকো স্মার্টফোন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে৷ যথারীতি, এই তালিকায় ডিভাইসের কোনও স্পেসিফিকেশন উল্লেখ করা হয়নি। তবে একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, এটি আইকো নিও ৭ ৫জি হতে পারে। জানিয়ে রাখি, গতবছর ডিসেম্বর মাসে ভিভো অধীনস্থ ব্র্যান্ডটি চীনের মার্কেটে আইকো নিও ৬ এবং নিও ৬ এসই মডেল দুটি উন্মোচন করেছিল। এই ফোনগুলি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এবং স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট দ্বারা চালিত। তবে, এর মধ্যে শুধুমাত্র নিও ৬ এসই ফোনটি ভারতের বাজারে পা রেখেছিল। যদিও, ডিভাইসটিকে এদেশে আইকো নিও ৬ হিসাবে রিব্র্যান্ড করা হয়।

তাই, অনুমান করা হচ্ছে, ভারতে যে আইকো নিও ৭ ৫জি মডেলটি আসতে চলেছে, সেটি নিও ৭ এসই-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। এই “এসই” মডেলটি গত সপ্তাহে চীনে মার্কেটে প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট দ্বারা চালিত ডিভাইস হিসাবে আত্মপ্রকাশ করেছে। নিও ৭ ৫জি-এর ভারতীয় সংস্করণে চীনের নিও ৭ এসই-এর অনুরূপ স্পেসিফিকেশন দেখা যাবে বলেই মনে করা হচ্ছে। তাই আসুন ভারতে আসন্ন আইকো নিও ৭ ৫জি-এর প্রত্যাশিত স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

আইকো নিও ৭ ৫জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন – iQOO Neo 7 5G Expected Specifications

iQOO Neo 7 5G-তে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকতে পারে যা ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসতে পারে। ডিভাইসটি নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি/ ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যেতে পারে। iQOO Neo 7 5G সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস (FunTouch OS) ইউজার ইন্টারফেসে রান করবে।

ফটোগ্রাফির জন্য, iQOO Neo 7 5G-এর রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে। আর ডেপ্থ এবং ম্যাক্রো শটগুলির জন্য প্রধান স্ন্যাপারের সাথে ২ মেগাপিক্সেলের এক জোড়া ক্যামেরা যুক্ত থাকতে পারে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যেতে পারে।

আর পাওয়ার ব্যাকআপের জন্য, Neo 7 5G মডেলে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হতে পারে। উল্লেখযোগ্যভাবে, Neo 7 5G-এর ভারতীয় ভ্যারিয়েন্টের প্রারম্ভিক মূল্য ৩০,০০০ টাকারও কম হতে পারে। এটি আগামী বছর জানুয়ারি মাসে এদেশের বাজারে iQOO 11 সিরিজের পাশাপাশি আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন