iQOO Neo 7 ফোনের দাম কমলো 3000 টাকা, iQOO Neo 9 লঞ্চের আগেই দ্বিতীয়বার মূল্য হ্রাস
প্রত্যেকটি সংস্থাই বেশি সংখ্যক ক্রেতার কাছে তাদের প্রোডাক্ট পৌঁছে দেবার জন্য কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে।...প্রত্যেকটি সংস্থাই বেশি সংখ্যক ক্রেতার কাছে তাদের প্রোডাক্ট পৌঁছে দেবার জন্য কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে। সম্প্রীতি Vivo-র মালিকানাধীন সংস্থা iQOO তাদের প্রোডাক্ট বিক্রি বৃদ্ধির জন্য এমনই একটি সিদ্বান্ত নিয়েছে। সংস্থাটি নিশ্চিত করেছে যে, তারা শীঘ্রই ভারতে iQOO Neo 9 Pro স্মার্টফোন লঞ্চ করবে। তবে, নতুন নিও সিরিজের স্মার্টফোন লঞ্চের আগে, সংস্থাটি গত বছর লঞ্চ হওয়া iQOO Neo 7 স্মার্টফোনের দাম কমিয়েছে।
এই নিয়ে ভারতে দ্বিতীয়বার দাম কমানো হলো iQOO Neo 7 স্মার্টফোনটির। গত বছরের সেপ্টেম্বর মাসে ডিভাইসটির প্রথম দাম কমানো হয়েছিল। আর এখন দ্বিতীয়বার এটি ৩,০০০ টাকা সস্তা হল।
দ্বিতীয়বার মূল্য হ্রাসের আগে, iQOO Neo 7-এর ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ছিল ২৭,৯৯৯ টাকা এবং ১২ জিবি সংস্করণের দাম ছিল ৩১,৯৯৯ টাকা।
তবে, এখন ক্রেতারা ৮ জিবি ভার্সন এবং ১২ জিবি ভার্সন পেয়ে যাবেন যথাক্রমে ২৪,৯৯৯ এবং ৩১,৯৯৯ টাকায়। উল্লেখ্য, স্মার্টফোনটি এখন ইন্টারস্টেলার ব্ল্যাক এবং ফ্রস্ট ব্লু কালার অপশনে কেনা যাবে।
iQOO Neo 7-এর স্পেসিফিকেশন ও ফিচার
iQOO Neo 7 ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস স্যামসাং ই৫ অ্যামোলেড স্ক্রীন রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং এটি সর্বোচ্চ ১৫০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। আবার এটি প্রথম স্মার্টফোন যা শক্তিশালী অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ SoC চিপসেট সহ এসেছিল।
ক্যামেরার কথা বললে, iQOO Neo 7 ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর এই ক্যামেরাগুলি হলো - OIS সহ ৬৪ মেগাপিক্সেল রিয়ার সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য, এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে আছে ৫০০০ এমএএইচ ডুয়াল-সেল ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে এবং মাত্র ১০ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে। সংস্থার দাবি, ১,০০০ বার চার্জিং সার্কেল অতিক্রম করার পরেও ব্যাটারির স্বাস্থ্য ৮০ শতাংশ ভালো থাকবে।