এখন ফোন কিনলে বেছে নিন iQOO-র এই 5G মডেল, দামে পাবেন 6 হাজার টাকা ছাড়, ফিচারও নজরকাড়া

Vivo-র হাত ধরে পথ চলা শুরু করলেও এখন বাজারে iQOO নিজেই একটি স্বতন্ত্র ব্র্যান্ডের জায়গা করে নিয়েছে – এমনকি ক্রেতামহলে ব্র্যান্ডটির জনপ্রিয়তারও কমতি নেই। বিশেষ…

Vivo-র হাত ধরে পথ চলা শুরু করলেও এখন বাজারে iQOO নিজেই একটি স্বতন্ত্র ব্র্যান্ডের জায়গা করে নিয়েছে – এমনকি ক্রেতামহলে ব্র্যান্ডটির জনপ্রিয়তারও কমতি নেই। বিশেষ করে iQOO-র মিড-রেঞ্জার অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলি বহু ইউজারের পছন্দ। সেক্ষেত্রে আপনি যদি হালফিলে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবেন, আর এই ব্র্যান্ডটি ইতিপূর্বে আপনাকেও আকর্ষণ করে থাকে, তাহলে আমরা আপনাকে iQOO Neo 7 Pro মডেলটি বিকল্প হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দেব। আসলে এই কোম্পানি তাদের নতুন স্মার্টফোন iQOO Neo 9 Pro লঞ্চ করতে চলেছে, এমতাবস্থায় পুরোনো মানে iQOO Neo 7 Pro জাতীয় ফোনগুলি বাম্পার ছাড়ে খরিদ করা যাবে। ফলত আপনি উল্লিখিত ফোনটি ৩০ হাজার টাকার কাছাকাছি অ্যামাউন্ট দিয়ে কিনতে পারবেন, বদলে পেয়ে যাবেন 5G কানেক্টিভিটি থেকে শুরু করে 5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, ডেকা-কোর প্রসেসরের মতো ফিচার। আসুন, এখন iQOO Neo 7 Pro-তে উপলব্ধ অফার এবং এর স্পেসিফিকেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিই।

ফের Flipkart-এর বাম্পার অফার, সস্তা হল iQOO Neo 7 Pro ফোন

আইকো নিও ৭ প্রো-এর ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৩৯,৯৯৯ টাকা। তবে এই মুহূর্তে ফ্লিপকার্ট ফোনটিকে ১৫% ডিসকাউন্টে বেচছে, যার ফলে এটি ৩৩,৯৯০ টাকায় কিনতে পারবেন। এক্ষেত্রে আপনি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৫% ক্যাশব্যাক (১,৭০০ টাকা পর্যন্ত) পেতে পারেন।

উল্লেখ্য, এই ফোনে কোনো এক্সচেঞ্জ অফার উপলব্ধ নেই। তবে আপনার কোনো অসুবিধা থাকলে নো-কস্ট ইএমআই স্কিম কাজে লাগাতে পারেন।

iQOO Neo 7 Pro-এর স্পেসিফিকেশন

iQOO Neo 7 Pro ফোনে গ্লাস ডিজাইনের সাথে ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে ডেকা-কোর স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ গেমিং প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মিলবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে পাবেন ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া ফটোগ্রাফির জন্য এটি ৫০ মেগাপিক্সেল ওআইএস (OIS) ফ্ল্যাগশিপ ক্যামেরা অফার করবে।