9000 টাকা পর্যন্ত দাম কমলো iQOO Neo 7 Pro ফোনের, রয়েছে IOS ক্যামেরা

iQOO আগামী ২২ ফেব্রুয়ারি ভারতে iQOO Neo 9 Pro লঞ্চ করতে চলেছে। এই ফ্ল্যাগশিপ ফোনে গতবছরের ফ্ল্যাগশিপ কোয়ালকম...
Julai Modal 31 Jan 2024 11:36 PM IST

iQOO আগামী ২২ ফেব্রুয়ারি ভারতে iQOO Neo 9 Pro লঞ্চ করতে চলেছে। এই ফ্ল্যাগশিপ ফোনে গতবছরের ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর রয়েছে। তবে এই মডেলটিকে এদেশে আনার আগে সংস্থাটি iQOO Neo 7 Pro ফোনের দাম ৭,০০০ টাকা কমিয়ে দিল।

iQOO Neo 7 Pro ডিসকাউন্ট সহ ভারতে বিক্রি হচ্ছে

আইকো নিও ৭ প্রো‌ এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৪,৯৯৯ টাকা। আর এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছিল ৩৭,৯৯৯ টাকা। তবে এই ফোনটি এখন অ্যামাজনে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এর ৮ জিবি ও ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট বিক্রি হচ্ছে যথাক্রমে ৩০,৯৯৯ টাকায় ও ৩৩,৯৯৯ টাকায়।

এছাড়া আইকো নিও ৭ প্রো‌ এর সাথে ২,০০০ টাকা কুপন ডিসকাউন্ট ও ১,০০০ টাকা ব্যাঙ্ক অফারও উপলব্ধ। অর্থাৎ সর্বোচ্চ ৯,০০০ টাকা কমে ফোনটি কেনা যাবে।

iQOO Neo 7 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

iQOO Neo 7 Pro ফোনে আছে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন জেন ৮ প্লাস জেন ১ প্রসেসর ও অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ উপস্থিত। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচওএস ১৩ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য iQOO Neo 7 Pro মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story