iQOO Neo 7 এলপিডিডিআর৫ র্যাম ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ শীঘ্রই বাজারে আসছে
জনপ্রিয় টেক ব্র্যান্ড আইকো গত এপ্রিল মাসে iQOO Neo 6 হ্যান্ডসেটটি হোম মার্কেট চীনে লঞ্চ করে। তবে লঞ্চের পাঁচ মাসের...জনপ্রিয় টেক ব্র্যান্ড আইকো গত এপ্রিল মাসে iQOO Neo 6 হ্যান্ডসেটটি হোম মার্কেট চীনে লঞ্চ করে। তবে লঞ্চের পাঁচ মাসের মধ্যেই এবার এর উত্তরসূরি iQOO Neo 7-কে নিয়েও টেক দুনিয়ায় জল্পনা শুরু হয়ে গিয়েছে। সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ব্র্যান্ডটি আগামী অক্টোবর মাসেই চীনা মার্কেটে Neo সিরিজের এই লেটেস্ট হ্যান্ডসেটটি উন্মোচন করার পরিকল্পনা করছে। আর এখন আইকোর ভাইস প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন, যা দেখে অনুমান করা হচ্ছে, তিনি সম্ভবত iQOO Neo 7 এবং আসন্ন iQOO 11 ফ্ল্যাগশিপ সিরিজের আগমনের ইঙ্গিত দিয়েছেন।
নতুন iQOO Neo 7-এর প্রোমোশনাল টিজার প্রকাশ্যে আসতে পারে খুব শীঘ্রই
আইকোর ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি তার অফিসিয়াল ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে নয়া আইকো নিও ৭ এবং আইকো ১১ লাইনআপের ডিভাইসগুলির আসন্ন লঞ্চ সম্পর্কে ইঙ্গিত করেছেন। তবে ইতিমধ্যেই জানা গেছে যে, আইকো ১১ সিরিজের হ্যান্ডসেটগুলি আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত হবে, তাই এই সিরিজটি উল্লেখিত প্রসেসরটির আনুষ্ঠানিক লঞ্চের পরে বাজারে পা রাখবে। যেহেতু পূর্বসূরি আইকো ১০ সিরিজটি এবছর জানুয়ারি মাসে উন্মোচন করা হয়েছিল, তাই মনে করা হচ্ছে আইকো ১১ লাইনআপটি আগামী বছর একই মাসে লঞ্চ হবে।
যদিও, আইকো ১১ সিরিজটি লঞ্চ হতে এখনও কয়েক মাস বাকি আছে, তবে কোম্পানি শীঘ্রই আইকো নিও ৭-এর টিজারগুলি রোল আউট করতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক কিছু রিপোর্টের মাধ্যমে ইতিমধ্যেই নিও ৭-এর স্পেসিফিকেশন সম্পর্কিত বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।
আইকো নিও ৭-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - iQOO Neo 7 Expected Specifications
আইকো নিও ৭-এ সম্ভবত ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ই৫ ডিসপ্লে থাকবে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। নিরাপত্তার জন্য, এতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলতে পারে। ডিভাইসটি ডাইমেনসিটি ৯০০০ প্লাস চিপসেট দ্বারা চালিত হতে পারে। এটি সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ সহ আসতে পারে। আইকো নিও ৭ অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক আইকো ইউআই (iQOO UI) কাস্টম স্কিনে চলবে।
ক্যামেরার ক্ষেত্রে, iQOO Neo 7-এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ভি প্রাইমারি ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। আর এর সাথে সহায়ক লেন্স হিসেবে একটি ১৩ মেগাপিক্সলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর উপস্থিত থাকতে পারে। সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Neo 7 ৪,৭০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। তবে, এখনও পর্যন্ত এই আইকো হ্যান্ডসেটটির দাম সম্পর্কে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।