IQOO Neo 8 Pro: ক'মিনিটেই ফুল চার্জ, 120W চার্জিং ফিচার নিয়ে আসছে নয়া ফোন, থাকবে 16 জিবি র্যামও
আইকো (iQOO) বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের Neo 8 সিরিজের স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ করার তোড়জোড় শুরু করেছে। এই...আইকো (iQOO) বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের Neo 8 সিরিজের স্মার্টফোনগুলি বাজারে লঞ্চ করার তোড়জোড় শুরু করেছে। এই লাইনআপে সম্ভবত একটি স্ট্যান্ডার্ড এবং প্রো ভ্যারিয়েন্ট অন্তর্ভুক্ত থাকবে। সম্প্রতি, iQOO Neo 8 Pro মডেলটি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কে উপস্থিত হয়েছিল। আর এখন একই ডিভাইসকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ডেটাবেসেও স্পট করা গেছে, যার তালিকাটি এর পারফরম্যান্স সংক্রান্ত তথ্যগুলির পাশাপাশি প্রসেসর, র্যাম ক্ষমতা এবং অপারেটিং সিস্টেমও প্রকাশ করেছে। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।
iQOO Neo 8 Pro-কে দেখা গেল Geekbench ডেটাবেসে
V2302A সহ মডেল নম্বর আইকো নিও ৮ প্রো গিকবেঞ্চ বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকা অনুসারে, ফোনটিতে k6985v1_64 কোডনেমের মাদারবোর্ড রয়েছে। এই অক্টা-কোর চিপটির চারটি কোর ২ গিগাহার্টজে রান করে, তিনটি কোরের ক্লক স্পিড ৩ গিগাহার্টজ এবং প্রাথমিক কোরটি সর্বোচ্চ ৩.৩৫ গিগাহার্টজ গতিতে রান করে। উল্লেখিত তথ্যগুলি নির্দেশ করে যে, নিও ৮ প্রো-তে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হবে।
এছাড়াও, বেঞ্চমার্ক তালিকাটি আইকো নিও ৮ প্রো-এ একটি ইন্টিগ্রেটেড মালি জি৭২৫ ইম্মর্টালিস এমসি১১ জিপিইউ এবং ১৬ জিবি র্যামের উপস্থিতির কথাও উল্লেখ করেছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে। পূর্বের আনটুটু (AnTuTu) তালিকা থেকে জানা গেছে যে, আইকোর এই নয়া ফোনে ৫১২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আর বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে নিও ৮ প্রো যথাক্রমে, ২,০৩৪ এবং ৫,২৪৫ পয়েন্ট স্কোর করেছে।
জানিয়ে রাখি, অতীতের প্রতিবেদনে বলা হয়েছে যে iQOO Neo 8-এ ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা ২,৮০০ x ১,২৬০ পিক্সেলের ১.৫কে (1.5K) রেজোলিউশন অফার করবে। ফটোগ্রাফির জন্য, স্মার্টফোনটিতে ১/১.৫ ইঞ্চি আকারের ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে বলে জানা গেছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, এই নয়া আইকো হ্যান্ডসেটে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে। iQOO Neo 8 সিরিজ আগামী মাসে চীনে লঞ্চ হতে চলেছে। তাই আগামী দিনে লাইনআপের স্মার্টফোনগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে, বলে আশা করা যায়।