ডিসপ্লে ও ক্যামেরায় বড় চমক, iQOO Neo 8 Pro এর প্রসেসরও দেখাবে কামাল

আইকো (iQOO) শীঘ্রই তাদের Neo 8 সিরিজের অধীনে দুটি স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভিভো (Vivo) অধীনস্থ ব্র্যান্ডটি আগামী মে মাসে…

আইকো (iQOO) শীঘ্রই তাদের Neo 8 সিরিজের অধীনে দুটি স্মার্টফোন লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভিভো (Vivo) অধীনস্থ ব্র্যান্ডটি আগামী মে মাসে iQOO Neo 8 5G এবং হাই-এন্ড Neo 8 Pro মডেল দুটির ওপর থেকে পর্দা সরাতে পারে। আর এখন এক বিখ্যাত টিপস্টার, Neo 8 Pro-এর কিছু মূল স্পেসিফিকেশন ফাঁস করেছেন, যা থেকে এই আসন্ন ডিভাইসটি লঞ্চের পর কি কি অফার করতে পারে, সেসম্পর্কে ধারণা পাওয়া গেছে। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

ফাঁস হল iQOO Neo 8 Pro-এর মূল স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন তার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে নতুন আইকো নিও ৮ প্রো হ্যান্ডসেটটির বেশ কয়েকটি মূল বৈশিষ্ট্য প্রকাশ করেছেন। তার মতে, এই আইকো ফোনের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যটি হবে এর ১.৫কে (1.5K) রেজোলিউশনের ডিসপ্লে, যা পূর্ববর্তী নিও ৭ সিরিজে থাকা ১,০৮০ পিক্সেলের ডিসপ্লের তুলনায় একটি বড় আপগ্রেড।

এছাড়াও টিপস্টার জানিয়েছেন যে, আইকো নিও ৮ প্রো অঘোষিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০প্লাস প্রসেসরের সাথে আসবে, যা এখনও পর্যন্ত আইকো নিও সিরিজের ফোনে ব্যবহৃত সবচেয়ে প্রিমিয়াম প্রসেসর। এই চিপসেটটি ডাইমেনসিটি ৯২০০ প্রসেসরের আপগ্রেডেড সংস্করণ হতে পারে, যদিও এই মুহূর্তে আসন্ন চিপসেটটির সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। তবে আশা করা হচ্ছে যে, কোম্পানি শীঘ্রই এই প্রসেসরটির বিস্তারিত বিবরণ প্রকাশ করবে। ফটোগ্রাফির জন্য, আইকো নিও ৮ প্রো-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স থাকতে পারে, যা একটি ১/১.৫-ইঞ্চির ক্যামেরা সেন্সরের সাথে আসবে।

এর পাশাপাশি, iQOO Neo 8 Pro-এ ট্রিপল-ক্যামেরা সেটআপ থাকবে এবং এটি ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম ও ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ অফার করবে। এছাড়াও, আইকো ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ Neo 8 Pro লঞ্চ করতে পারে। ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে আশা করা হচ্ছে, যা পূর্বসূরি Neo 7 সিরিজের অনুরূপ।

উল্লেখ্য, Neo 8 সিরিজের স্ট্যান্ডার্ড মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটটি থাকবে বলে আশা করা হচ্ছে। iQOO Neo 8 সিরিজটি ভারতে লঞ্চ হবে কিনা তা এখনও স্পষ্ট নয়, কারণ চীনে উপলব্ধ লাইনআপের আগের টপ-এন্ড মডেলগুলি ভারতীয় বাজারে আসেনি।